অ্যাসিড আক্রান্ত মহিলাদের পাশে থেকে মোহনবাগানকেই গর্বিত করলেন সমর্থকরা




কিছু অসামাজিক কুচক্রীর দুর্বুদ্ধিতায় সমাজ থেকে ওরা অনেকটাই বিচ্ছিন্ন, সামাজিক সুখ দুঃখর মুহূর্তগুলি ভাগ করতে ওরাও যেন তাই দ্বিধাগ্রস্থ, তাই  স্বচয়িতা যাদব, সুজাতা স্বর্ণকার, কাকলি দাস ও মনীষা পৈলানের মত অ্যাসিড আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ালেন মোহন বাগান ফ্যান্স ক্লাব "স্বপ্নের উড়ান মোহন বাগান"।যদিও এনাদের মধ্যে কাকলি দেবী অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেন নি।  মোহন বাগান মাঠে গতকাল এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে এনাদের হাতে তুলে দেওয়া হলো মোমেন্ট,উত্তরীয় ও মিষ্টান্ন। সঙ্গে উপস্থিত ছিলেন HRLN (সমাজসেবী সংস্থা) এর কর্ণধার শ্রীমতি অপরাজিতা বসু ও প্রাক্তন ফুটবলার আমাদের প্রিয় অমিত ভদ্রদা।







অমিতদা বলেন "যারা এদের অ্যাসিড দিয়ে আক্রমন করেছেন, এই বার্তাটাই আমি তাদের দিতে চাই  এনাদের সাথে আমরা সবাই আছি  এনাদের লড়াই এর সাথে আমরা সব সময় আছি আর থাকবো, মোহন বাগান ফ্যান্স ক্লাব "স্বপ্নের উড়ান মোহন বাগান" কে ধন্যবাদ এই সাধু উদ্যোগ নেবার জন্য।



"স্বপ্নের উড়ান মোহন বাগান" এর পক্ষ থেকে কুন্তল চৌধুরী জানান "আমরা চেয়েছি যে ওদের লড়াইটা যাতে সকলে জানতে পারে,,এবং সমাজ যাতে এই সব অপকর্ম থেকে দূরে থাকে, ওরাও যাতে নিজেদের একা মনে না করেন,,ওদের পাশে আমরা আছি এই ব্যাপারটা যাতে ওদের স্বাভাবিক জীবন যাপনে সাহায্য করে,, এই আমাদের কাম্য আর এর জন্য মোহন বাগান ক্লাবের থেকে বড় মঞ্চ আর কিছু হতে পারেনা,,কারণ মোহন বাগান আর লড়াই এই দুটোই সমার্থক"



কুন্তল বাবু আর জানান ক্লাবের পক্ষ থেকে সোহিনী মিত্র দিদি ওনাদের এই কাজে সাধুবাদ দিয়েছেন ও উৎসাহ দিয়েছেন।

"স্বপ্নের উড়ান মোহন বাগান" কে আমরা মোহন বাগানি ব্লগ এর পক্ষ থেকে জানাই সবুজ মেরুন কুর্নিশ 
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.