Rokte Amar Maroon Barud | Rupankar Bagchi | Mohun Bagan Song | Watch, Lyric,Download MP3,
রক্তে আমার মেরুন বারুদ, শিরায় সবুজ আগুন ছড়ায়
ফুটবল আর মোহন বাগান বারবার একাকার হয়ে যায়
পালতোলা এই নৌকো আমার ঝড়ের খবর দেয় অফুরান
শতবর্ষের মাঠ পেড়িয়ে ছুটছে আমার মোহন বাগান
তুরুরু তুরুতু
স্বপ্নগুলো চোখের পাতায় সবুজ মেরুন হয়ে ফোটে
সাহস যখন রোদে ঝলসায় এগারো জোড়া পায়ের বুটে
মোহন বাগান গর্ব আমার অহঙ্কারের আর একটা নাম
শতবর্ষের মাঠ পেড়িয়ে ছুটছে আমার মোহন বাগান
তুরুরু তুরুতু
এতোকাল ধরে ছোটবার পর একফোঁটা নেই ক্লান্তির রেশ
মোহন বাগান হৃদয় আমার বুকের কাছে আর একটা দেশ
এতোকাল ধরে ছোটবার পর একফোঁটা নেই ক্লান্তির রেশ
মোহন বাগান হৃদয় আমার বুকের কাছে আর একটা দেশ
রামধনু রঙ খুসির হাওয়ায় উড়ছে সবুজ মেরুন নিশান
শতবর্ষের মাঠ পেড়িয়ে ছুটছে আমার মোহন বাগান
তুরুরু তুরুতু
----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments