দেবজিত্ থেকে সেভজিত - সায়ন ঘোষ


কয়েকবছর আগের কথা।ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচ ।ইস্টবেঙ্গল 4 গোল হজম করল এরিয়ানের কাছে।সমর্থকেরা ইস্টবেঙ্গলের গোলকিপার কে উদ্দেশে গালিগালাজ আরম্ভ করলো।সেই ছেলেটি সব অপমান সহ্য করেছিল ।সে আজ মোহনবাগান তথা ভারতের সেরা গোলকিপার দেবজিত্ মজুমদার ।যাকে মোহনবাগান সমর্থকরা আদর করে ডাকেন সেভজিত বলে।
ভবানীপুর এ আসেন দেবজিত্ ।তারপর 2014-15 মরশুমে তৎকালীন মোহনবাগান কোচ সুভাষ ভৌমিক দেবজিত্ কে দ্বিতীয় গোলকিপার হিসাবে দলে নেন।কলকাতা লীগ ও কিংস কাপে মোহনবাগানের হয়ে নজর কাড়লেও আই লীগের শুরুতে তার স্থান রিজার্ভ বেঞ্চে ছিল।শিল্টন পাল চোট পেলে তার বদলে দলে সুযোগ পান দেবজিত্ ।সেই শুরু ।মোহনবাগান কোচ সঞ্জয় সেনের পুরো আস্থা ছিল দেবজিতের উপর।তারপর সেই ঐতিহাসিক মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ।ইস্টবেঙ্গল কে অপমানের জবাব দিয়েছিলেন দেবজিত্ ।একাধিক গোল সেভ করেন।মোহনবাগান ম্যাচ টা জিতেও যায় ।আর পিছনে ফিরে তাকাতে হয়নি।সেই মরশুমে মোহনবাগানের আই লীগ চ্যাম্পিয়ন হবার পিছনে দেবজিত্ এর অবদান অনেক।2014-15 মরশুমে সেরা গোলরক্ষকের পুরস্কার পান।শুধু মোহনবাগান নয়।আই এস এলের মতো মশালা টুর্নামেন্টেও নজর কেড়েছেন দেবজিত্ ।2015 তে মুম্বই এর হয়ে সুযোগ পাননি ।2016 তে কলকাতার হয়ে খেলেন এবং টাইব্রেকারে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করেন।কিন্তু উপেক্ষিত হয়েছেন ভারতীয় দলে।মোহনবাগান ম্যাচের জন্য জাতীয় শিবির না যাওয়ার ভারতীয় দলে আর ডাক পাননি ।কিন্তু তাতে দমে যাননি দেবজিত্ ।ধারাবাহিক ভাবে দুর্দান্ত খেলছেন তিনি।মোহনবাগান গোলের নীচে তার বিশ্বস্ত হাত মোহনবাগান কে অনেক ম্যাচ উতরে দিয়েছে।মোহনবাগান সমর্থকদের আদরের সেভজিত মোহনবাগান কে পঞ্চমবার মোহনবাগান কে আই লীগ জেতাতে মরিয়া ।সঞ্জয় সেন ব্রিগেডের বিশ্বস্ত সৈনিক টি ভবিষ্যতে ভারতীয় দলের সেরা গোলকিপার হয়ে উঠবেন এটাই মোহনবাগান সমর্থকদের আশা

ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

7 comments:

  1. দারুণ দারুণ ॥ অসাধারণ

    ReplyDelete
  2. খুবই ভালো তবে এখানে ওকে গাইড করার পিছনে আর একজন প্রাক্তনী শিবাজি ব্যানার্জীর নামটা উল্লেখ করলে ভালো হতো।।

    ReplyDelete
  3. খুবই ভালো তবে এখানে ওকে গাইড করার পিছনে আর একজন প্রাক্তনী শিবাজি ব্যানার্জীর নামটা উল্লেখ করলে ভালো হতো।।

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Ekdom thik kotha.Savejit Jatio dole khelle or thkeo amrai besi anondito hob. Hat's off to u Debjit Da

    ReplyDelete
  6. Debjit sobai k dekhiye diyeche iche thakle onek kichui kora jay. Tar jono j kothor porisrom dorkar seta debjit koreche tar jonoi ajk ei jaygay. Salute to our mohunbagan army...

    ReplyDelete

Powered by Blogger.