বেশি তো নয় মাত্র ১৫ কোটি ||শৌভিক মুখার্জি


এখনো ভগৎ সিংয়ের গলায় মালা দেই , মাষ্টারদার আদর্শে অনুপ্রানিত হই || নেতাজী এখনও অমর || স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিনে হাজার হাজার টাকা খরচ করি || হ্যা তাদের আজও আমরা মনে রেখেছি কারন তারা দেশকে স্বাধীনতা দিয়েছিল || কেউ বুদ্ধি দিয়ে , কেউ বা শ্রম দিয়ে আবার কেউ বা লেখনী দিয়ে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিল ||


 স্বাধীনতার কথা শুনলে এগারো সিনেমার #সংগ্রাম নামক গানটা কানে বেজে ওঠে ||  হ্যা ব্রিটিশ দের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম মিমাংসিত জয় || কেউ কেউ আবার ব্যাঙ্গ করে বলে "ধুর ওটাতো একটা খেলায় জয় মাত্র , বাস্তবে মূল্যহীন" || সত্যিই তো এটার আবার মূল্য কী ? মাঝে মাঝে উত্তর গুলো যেন এক অজানা যুক্তিতে পাল্টে এই জয় টাকেই #স্বাধীনতার_প্রথম_আলো বলে মনে হয় || ব্রিটিশ সিংহদের চোখে চোখ রেখে , বুটপরা সাহেবদের বিরুদ্ধে খালি পায়ে খেলে তাদের নিজস্ব খেলাতেই তাদের হারানো কম গৌরবের ব্যাপার নয় || কোন সংগ্রামের থেকে এর মর্যাদা কোন অংশে কম নয় ||

হ্যা এটাই সেই মোহন বাগান যে আজ দেশের প্রথম সারির লিগে খেলতে পারছেনা , কারন তাদের ১৫ কোটি নেই যে || শুধু ১৫ কোটি হলেই হবেনা ১২৭ বছর ধরে থাকার পর কোলকাতা শহর থেকেও উৎখাত হতে হবে ||

দিন পাল্টেছে , সাত দশক হতে চলল দেশ স্বাধীন হয়েছে || এখন আবেগের আগে টাকা এসেছে || এমনকি প্রথম ডিভিশনে খেলতে গেলে নিজের শহর থেকেই উৎখাত হতে হবে ৩ বছর বয়সি একটি ব্যবসায়িক দলের জন্য || সত্যই আজ টাকাই সব || মনে পড়ে ১৯৪০,৪১ সালের কথা যখন #পূর্ব_ভারত_সমর_তহবিলে টাকা তোলার জন্য মোহন বাগান মহামেডান ও অনান্য দলের বিরুদ্ধে চ্যারিটি ম্যাচ খেলল || মনে পড়ে কি ১৯২৭ সালে #গুজরাট_বন্যার ত্রান তহবিলের জন্য মোহন বাগানের চ্যারিটি ম্যাচ গুলোর কথা || তারা কি জানে ১৯৫৪ সালে আসামের #বন্যাত্রান_তহবিলে #তিন_লক্ষ_আটান্ন_হাজার টাকা দানের কথা || ঐ টাকাটার বর্তমান মূল্য ১০ কোটি বা তারও বেশি হবে || ১৯৫৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর ডাকে ত্রান তহবিলের জন্য চ্যারিটি ম্যাচ খেলে মোহন বাগান || তারই পরের বছর ১৯৫৮ সালে আবার #আসাম_ত্রান_তহবিলে দুই লক্ষ টাকা দান || ১৯৪৫ সালে #রবীন্দ্র_তহবিল, ১৯৪৬ সালে #স্বামী_বিবেকানন্দ_তহবিল, ১৯৫৪সালে #দেশবন্ধু_স্মৃতি_তহবিলে উপযুক্ত পরিমানে অর্থ সংগ্রহের জন্যে মোহনবাগান চ্যারিটি ম্যাচ খেলেছে || এগুলো তো গেল সামাজিক ক্ষেত্রে মোহন বাগানের ভূমিকা ||

এবার আসি ক্রীড়া ক্ষেত্রে মোহন বাগানের ভূমিকায় || নজির অতুলনীয় || ১৯৩২সালে ভারতীয় অ্যাথলেটিকস দলকে অলিম্পিক পাঠানোর মতো অর্থ না থাকায় মোহনবাগান চ্যারিটি ম্যাচ খেলে ১৮ হাজার টাকা তুলে দেয় || ঠিক একই ভাবে ৪৮ সালে লন্ডন অলিম্পিক এবং ৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকগামী ভারতীয় দলকে আর্থিক সংকট থেকে মুক্ত করার জন্যে চ্যারিটি ম্যাচ খেলে মোহনবাগান ||
এছাড়াও IFA এবং AIFF এর জন্যেও মোহনবাগান বিভিন্ন সময়ে এবং দক্ষিণ ভারতের তিনটি ফুটবল সংস্থা হায়দরাবাদ ,মহীশুর এবং বেঙ্গালোরের সাহায্যার্থে প্রায় ৮৪ হাজার টাকা তুলে দেয় মোহনবাগান ১৯৬২ সালে ||

মোহন বাগানের মানব কল্যানের কথা লিখে শেষ করা যায়না || আরও উদাহরনস্বরূপ ১৯৩৭ সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিভাগ নির্মান , ৩৮ সালে যক্ষা প্রতিরোধ তহবিল ,৫৪-৫৫ সালে ডাক্তার বি -সি -রায় পোলিও ক্লিনিক এবং রাজ্যপালের ত্রান তহবিলের জন্যে মোহনবাগান চ্যারিটি ম্যাচ খেলেছে ||

হ্যা এটাই সেই মোহন বাগান, যে এইসমস্ত কাজের জন্য জাতীয় ক্লাবের সন্মান অর্জন করেছিল || আর এই জাতীয় ক্লাব আজ বিপর্যয়ের মুখোমুখি || জাতীয় লিগে খেলতে গেলে তাকে দিতে হবে ১৫ কোটি, ছাড়তে হবে শহর || নতুবা নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ক্লাব কে তুলে দিতে হবে একটি ব্যবসায়িক কম্পানির হাতে || কি দারুন শুনতে লাগছে তাই না || এশিয়ার সবচেয়ে প্রাচীন দলের সূর্য আজ অস্তাগামী || কারোর কোন হেলদোল নেই || ফেডারেশন এখন বিক্রি হয়ে রিলায়েন্সের হাতের পুতুল || গত তিন বছরে দু বার ভারতসেরা , দুই বার রানার্স হওয়ার পর এবারও ভারতসেরা হওয়ার অন্যতম দাবিদার আমরা || পরের বছর হয়ত আর থাকবোনা মূল স্রোতে কারন সেই ১৫ কোটি || ব্যবসায়িক স্বার্থে হয়ত ভেসে যাবে আমাদের নৌকা || বর্তমানে না থাকলেও, ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে আমাদের নাম || বিশ্বাস আছে আবার ফিনিক্স পাখির মতো উথ্থান হবে আমাদের, আবার জিতবো এই লড়াইয়ে , আবার দম্ভ চূর্ন করবো এদের , ঠিক যেমন টা ১৯১১ তে হয়েছিল || আবার সবুজ মেরুন ঘুড়ি ওড়াবো, আবারো সবুজে মেরুনে গ্যালারী থেকে রাজপথ সব রঙ্গীন করে দেব ||

                        ইতি এক ক্ষুদ্র মোহন বাগানী

(তথ্য :- শ্রীমান দেবু দত্ত, mmmbteam, MMMB mobile app)
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.