Amra Mohun Bagan | Arunashis Roy | Mohun Bagan Song | Watch, Lyric, Download MP3



মেরুন আমাদের রক্তে সবুজ আমাদের মনে
মোহন বাগান আছে হৃদয়জুড়ে স্বয়নে স্বপনে
সবুজ আমাদের প্রশ্বাস মেরুন আমাদের স্পর্ধায়
পালতোলা নৌকা আছে জীবনের প্রতি অধ্যায়
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান

আমরা ভারতের গর্ব খ্যাতি আমাদের বিশ্ব জুড়ে
পেলে মারাদোনা মিল্লারা এসেছে আমাদের মন্দিরে
আমাদেরই সৃষ্টি ওই অমর এগারো গর্বগাথা
আমরাই আজো এই দেশে ফুটবলের শেষ কথা
শিবদাস গোষ্ঠ উমাপতি মান্না চুনি সুব্রত
ক্লাবের ইতিহাসে চিরদিন তারা থাকবে অক্ষত
শিবদাস গোষ্ঠ উমাপতি মান্না চুনি সুব্রত
ক্লাবের ইতিহাসে চিরদিন তারা থাকবে অক্ষত
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান

আমাদের কাছে গোরা আর সব বিদেশি হয়েছে ছারখার
তাই আমরাই পেয়েছি ওই জাতীয় ক্লাবের অলঙ্কার
এই সাজানো বাগানে হাসে ফুল করে বাকিরা কলতান
আর জাতিধর্ম বর্ণ ভুলে আমরা সুখের ঐকতান
কতো বাধা বিঘ্ন পেড়িয়ে পথ চলেছি অবিরাম
তাই শতসিকি বছর পরেও অমলিন আমাদের নাম
কতো বাধা বিঘ্ন পেড়িয়ে পথ চলেছি অবিরাম
তাই শতসিকি বছর পরেও অমলিন আমাদের নাম
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান

মেরুন আমাদের রক্তে সবুজ আমাদের মনে
মোহন বাগান আছে হৃদয়জুড়ে স্বয়নে স্বপনে
সবুজ আমাদের প্রশ্বাস মেরুন আমাদের স্পর্ধায়
পালতোলা নৌকা আছে জীবনের প্রতি অধ্যায়
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান

আমরা মোহন বাগান আমরা মোহন বাগান
আমরা মোহন বাগান আমরা মোহন বাগান

----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.