Swopno Mohun Bagan
স্বপ্ন ভেসে চলে ওই সবুজ ঘাসে
পালতোলা নৌকা যেমন করে ভাসে
১২৫ বছর শেষ তবু শেষ হয়নি চলা
নাম মোহন বাগান তাই আসবে না কোনদিন থামার পালা
স্বপ্ন ভেসে চলে ওই সবুজ ঘাসে
পালতোলা নৌকা যেমন করে ভাসে
১২৫ বছর শেষ তবু শেষ হয়নি চলা
নাম মোহন বাগান তাই আসবে না কোনদিন থামার পালা
স্বপ্ন মোহন বাগান ভালোবাসা মোহন বাগান
পথ চলে মোহন বাগান, তুমি আমি মোহন বাগান
দেশ জুড়ে মোহন বাগান, ময়দানে মোহন বাগান
দিন শেষে মোহন বাগান, রাত জেগে মোহন বাগান
লালালালা লাল্লা লা লা
ইতিহাস খুজে দেখো আমাদেরই শুধু পাবে
সবুজ মেরুন রঙে মিশে তুমি যাবে
এ কোন ধার কড়া বক্তৃতা নয় এটা আবেগ
বুকের কাছে ধরে রাখি আর একটা দেশ
ইতিহাস খুজে দেখো আমাদেরই শুধু পাবে
সবুজ মেরুন রঙে মিশে তুমি যাবে
এ কোন ধার কড়া বক্তৃতা নয় এটা আবেগ
বুকের কাছে ধরে রাখি আর একটা দেশ
দেশের নাম মোহন বাগান আমার মোহন বাগান
স্বপ্ন মোহন বাগান, ভালোবাসা মোহন বাগান
দেশ জুড়ে মোহন বাগান, ময়দানে মোহন বাগান
দিন শেষে মোহন বাগান, রাত জেগে মোহন বাগান
লালালালা লাল্লা লা লা
যুব ভারতীর ওই সবুজ মাঠে,
স্বপ্ন পাড়ি দিতে চাইলে এসো আমার পাশে
সব যন্ত্রণা ব্যর্থতা ভুলে যাবো আমরা
থামবে না কখনোই একসাথে এপথ চলা
স্বপ্ন মোহন বাগান ভালোবাসা মোহন বাগান
পথ চলে মোহন বাগান, তুমি আমি মোহন বাগান
দেশ জুড়ে মোহন বাগান, ময়দানে মোহন বাগান
দিন শেষে মোহন বাগান, রাত জেগে মোহন বাগান
লালালালা লাল্লা লা লা
কণ্ঠ শিল্পী - সুমন্ত চক্রবর্তী
গীতিকার -
সুরকার -
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments