Dekho Dekho Akashe Urche Nishan



দেখো দেখো আকাশে উড়ছে নিশান, এক জাতি এক সুর একটাই প্রাণ
এগিয়ে চলেছি গেয়ে সেই জয়গান
স্বপ্নের উড়ান মোহন বাগান
মোহন বাগান মোহন বাগান মোহন বাগান

ইতিহাসে চির অমর সেদিন, 
গোরাদের হারিয়ে দেশ করলো স্বাধীন
খালিপায়ে মাঠেতে ফুটবল খেলে, নাম বাঁচালো সেই এগারোটা ছেলে
এগিয়ে চলেছি গেয়ে সেই জয়গান
স্বপ্নের উড়ান মোহন বাগান
মোহন বাগান মোহন বাগান মোহন বাগান

আমাদের পরিচিতি বিশ্বজুড়ে, স্বপ্নের দল যেন বড় আদুরে
আবেগ হাসিতে ভরা এই দু নয়ন, স্বপ্নের উড়ান মোহন বাগান
মোহন বাগান মোহন বাগান মোহন বাগান

লড়ে যাবো আমরা মানবো না হার, আমাদের নিয়ে হবে হবে জয়কার
লড়ে যাবো আমরা মানবো না হার, আমাদের নিয়ে হবে জয় জয়কার
আমাদের হাতেই ভারতের মান, স্বপ্নের উড়ান মোহন বাগান
মোহন বাগান মোহন বাগান মোহন বাগান মোহন বাগান 


ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.