মোহনবাগানে সে আসছে... । সাহিল মাজি


দূর বটে...তবু শব্দধ্বনি কানের পাশে বেজে চলেছে...শব্দ মানে চিত্কার আর শব্দ মানে পদ ধ্বনি....লাখ লাখ কোটি কোটি মানুষের শব্দ....
শব্দের তাল ছন্দ সুর সবই বেমানান..তবে শব্দের শেষ একটা তেই...সেটা মোহনবাগান...প্রতিটা গান আর ছন্দের শেষে শুধুই মোহনবাগান.....

আর পদধ্বনি!!! এগিয়ে আসছে সে..এগিয়ে আসছে সবাই...এগিয়ে আসছে এক রাজকীয় ছন্দে.....আর পাশ থেকে দর্শনার্থী দের চিত্কার "ওই যাছে দেখ- মোহনবাগান..রাজার মত- মোহনবাগান...পান্ডা গুল- মোহনবাগান..সেরার সেরা - মোহনবাগান"......হ্যাঁ সে আসছে...
গীস্মেও বাগানে বসন্ত...কারণ সে আসছে...
এগিয়ে চলেছে রণতরী.....ফিরবে আবার সেদিন..বিশ্বাস রইল...বিশ্বাস রইল সবুজ মেরুনে..বিশ্বাস রইল 11 সেনাতে..বিশ্বাস রইল সোনালী চুলের ম্যাজিসিয়ানে;বিশ্বাস রইল ভরসার অপর নাম কাটসুমিতে...ভরসা আছে..পারবই.....
পারবই আবার শহরের রাজ পথে যাত্রা করতে..বিজয় মিছিলে..পারবই....
পারব আবার বুকচিরে জয় মোহনবাগান বলতে...
পারবই আবার চোখের জল এ আনন্দ করতে..পারবই...
ভরসা রইল মোহনবাগানে.....যেখানে ভালবাসা শুরু যেখানে আবেগ মূর্হ্যমান..যেখানে তুমি আমি সমান...যেখানে নতজানু হতে ভাগ্য লাগে...সেখানে ভরসা রইল..তাকে ফিরিয়ে আনার....

আবার আসছে সোনালী দিন...জিতবই..এগিয়ে চল....নিশ্বাস মিশুক বিশ্বাসে..
আর বিশ্বাসে মোহনবাগান...

আর মোহনবাগানে সে আসছে...
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.