জয়তু টিম মোহনবাগান - দেবু দত্ত

যে কোনও ধরনের সাফল্যের পেছনে অনেক পরিশ্রম , ত্যাগ , তিতিক্ষা , জেদ এবং সততা এগুলো জড়িয়ে থাকে...একটি পরিশ্রমী ছাত্র অনেক ক্ষেত্রেই একজন মেধাবী ছাত্রকে পেছনে ফেলে দেয়....আর থাকতে হয় নিজের লক্ষ্যের প্রতি অবিচল....পরিবারের সব সদস্যের সমর্থনও একান্ত ভাবে জরুরী !
ধৈর্য্য  একটি মহত গুন এবং নিজের প্রতি বিশ্বাস থাকা খুব দরকার যে কোনও লক্ষ্যে পৌঁছুতে গেলে ! আমরা লক্ষ্যচ্যুত হয়নি , আমরা মানে মেরিনারদের কথা বলছি...একটু পেছন ফিরে যদি তাকাই তবে দেখবো আমরা যখন দীর্ঘদিন ট্রফি হীন ছিলাম তখনও কিন্তু আমাদের দল খারাপ ছিলো না বরং অনেক ক্ষেত্রে ভালো ছিলো এবারের তুলনায় কিন্তু তারপরেও দেখতাম কোথাও যেনো তাল কেটে যাচ্ছিলো...ব্যাক্তিত্বের সংঘাত বা দলের মধ্যে অসংহতির একটা বাতাবরণ তৈরী হয়েছিলো..কিন্তু অন্ধকারের পরে যেমন আলোর স্পর্শ আমরা পাই ঠিক তেমনি খারাপ সাম্যের পর ভালো সময় আসেই...মোহনবাগান দলটাকেই দেখুন কি পরিকল্পনা মাফিক খেলে যাচ্ছে...CFL আর আই লীগের মধ্যে পারফরমেন্সের পার্থক্য দেখলাম..সবাইকে একসূত্রে গাঁথার কাজটি সুচারু ভাবে করছেন সঞ্জয় সেন আর সাথে পুরো কোচিং স্টাফ..একটু খেয়াল করলেই দেখবেন সঞ্জয় দা কখনোই শংকর লাল , অর্পন দে বা গার্সিয়া বা অভিনন্দনদের কাজে হস্তক্ষেপ করেননি বা কর্তারাও দলগঠন বা কোচের কাজে নাক গলান নি..ডাগ আউটে অনেক ম্যাচেই দেখেছি ফুটবল ম্যানেজার হিসেবে সত্যজিত চ্যাটার্জী কে...প্রায় দিনই প্র্যাকটিসে ক্লাবের প্রথম সারির কর্তাদের উপস্থিতি বাড়তি মনোবল জোগাচ্ছে দলকে....আর মেরিনারদের কথা কি বলবো ! সনিকে আনতে মধ্যরাতে বিমানবন্দরে ছুটে যাওয়া বা দেশের যে প্রান্তেই খেলা হউক কষ্টার্জিত অর্থ খরচ করে প্রিয় দলকে সমর্থন করতে ছুটে যাওয়া অথবা দলের অন্যতম ভরসা (সনি ) ড্রেসিংরুমে দল চ্যাম্পিয়ন হলে ব্যাক্তিগতভাবে আর্থিক পুরস্কার ঘোষনা করা , দল এগিয়ে পিছিয়ে বা ড্র অবস্থায় থাকলে দলের অধিনায়ক বিরতিতেই ড্রেসিংরুমে ফেরার পথে  মাঠে আবার গোল হয়ে মিটিং করা...দলের অনূর্ধ উনিশ খেলোয়াড়টি যখন পরিবর্তন হয়ে মাঠের বাইরে যাচ্ছেন তখন মাঠেই নিজের দলের অন্য সিনিয়ররা ছুটে এসে কপালে চুমু দিয়ে বা বুকে জড়িয়ে ধরে মাঠের বাইরে দিয়ে আসা...সাফল্য এভাবেই আসে , এই দলগত সংহতির শেষ ফলাফল আমরা দেখতেই পাচ্ছি যার আপাতত যবনিকাপাত হবে ২২ এপ্রিল....এতো ত্যাগ , তিতিক্ষা , পরিশ্রম , আবেগ নিশ্চই মিথ্যে হয়ে যাবেনা...জয়তু টিম  মোহনবাগান l
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

1 comment:

Powered by Blogger.