২২শে এপ্রিলেই কি তবে বাগানে উৎসব শুরু হবে? - মুশাফির ঋষি


২২শে এপ্রিল ২০১৭, আমার কাছে এই দিনটি শুধুই মোহনবাগান ময়। যে সুদীর্ঘ চড়াই-উতরাই পথ অতিক্রম করে আইলিগ মোহনার সম্মুখে হাজির হয়েছে টিম মোহনবাগান তার যবনিকা পতন হতে চলেছে এই দিনটিতে। এক কথায় আইলিগের সবথেকে রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইটা হতে চলেছে আইজলের পাহাড় চূড়ায়।
যে দল জিতবে ট্রফি তার মুঠোয় প্রায় পাকা হয়ে যাবে। সত্যি বলতে যত সময় গড়াচ্ছে ততই যেন টেনশন চেপে ধরছে। আমি জানি আমার হার্টবিট এখন যেমন উর্দ্ধমুখী, সকল মেরিনার্স-দেরও একই অবস্থা। আজ থেকে দু'বছর আগে বেঙ্গালুরুর মাটিতে যেবার আমরা ইতিহাস গড়ে আইলিগ ট্রফিটা জিতেছিলাম এবছরের পরিস্থিতিও অনেকটা সেরকমই। পার্থক্য একটাই, মোহনবাগানের প্রতিপক্ষ আইজল এবার সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েই নিজেদের মাঠে নামবে, সাথে থাকবে ওদের নাছোড় সমর্থকরা।
ম্যাচটি যে নিঃসন্দেহে মোহনবাগানের কাছে কঠিন হবে তা বলার জায়গা রাখেনা। পঞ্চম বার আইলিগ ট্রফিটা গঙ্গাপারের ক্লাবে নিয়ে আসতে তাই বাগান সেনানী দের বেশ সতর্ক হয়েই মাঠে নামতে হবে। তবে ভারতের জাতীয় ক্লাবের ব্যাটন যারা বয়ে চলেছে, যাদের পূর্বসুরীরা খালি পায়ে ব্রিটিশদের হারিয়েছে তাদের কাছে কোন বাধাই বাধা হবে না বলেই আমার আশা। টিম মোহনবাগান যে ছন্দে খেলছে তাতে এই ম্যাচে পজিটিভ রেজাল্ট হবে সে ব্যাপারে আমার মতো অন্ধ বাগান সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।
সব শেষে ঈশ্বর সহায়। ফুটবল দেবতা ওই দিন কাকে আশীর্বাদ করবেন তা তিনিই জানেন! তবে ঈশ্বর কিন্তু সাহসীদেরই সহায় হন। আমাদের ১১ জন সেনানী যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে তাতে ২২শে এপ্রিল, ২০১৭ তে হয়তো আরও একটা মায়াবী রাত অপেক্ষা করে থাকছে আপামর মোহনবাগানীদের জন্য।

#জয়_মোহনবাগান
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

2 comments:

  1. ঋষি,তোমার কথাই জেনো সফল হয়,আপামোর মেরিনার্স রা সেই রাতের দিকেই তাকিয়ে।
    #জয়_মোহনবাগান

    ReplyDelete
  2. কাগজে আজ সঞ্জয় স্যারের মন্তব্য পড়লাম। উনি ম্যাচটি জিতে ফিরতে চাইছেন। দলের কোচ যখন নিজের দল সম্পর্কে এতটা আত্মবিশ্বাসী থাকেন তখন এমনিতেই সমর্থকদের মনোবল বেড়ে যায়। আমি আমার টিমকে ভরসা করি, আমার প্লেয়ারদের উপর আমার অন্তহীন বিশ্বাস আছে। আমি জানি আমরা এই কঠিন বাধা লড়াই করেই অতিক্রম করতে সক্ষম হব। এই কথাগুলো শুধুই আবেগের জন্য বলছি তা কিন্তু নয়। আমার মোহনবাগান যে ভাবে আইলিগে নিজেদের সেরাটা উজাড় করে লড়াই করেছে, তাতে এই মনের জোর টা আপনা হতেই এসে যাচ্ছে।

    জয় মোহনবাগান

    ReplyDelete

Powered by Blogger.