বাগান এ বসন্ত | অরিন্দম দত্ত


অল্পের জন্ন হাত ছাড়া হয়েছে আই লিগ তাই বাগান জুড়ে ছিলো একটা গুমোট পরিবেশ....চার পাশ জুড়ে ছিলো কোচ ও কর্মকর্তা দের সমলোচনা..প্রক্তন দের তীব্র নিন্দা...গোদের উপর বিশ ফোঁড়ার মতো এ এফ সি কাপ এ মালদীপ এর দুর্বল ক্লব এর কাছে ৫গোল এর লজ্জা....কিছু তেই যেন বাগানে সুদিন আর ফিরছিল না...
এত সমলোচনার পর ও কর্মকর্তারা ভরসা রেখেছিল সঞ্জয় সেনের উপর..আর সেন বাবু ভরসা রেখেছিলো তার খেলোয়াড় দের উপর...কর্মকর্তা বা সেন বাবু দুজনেই জে ভুল ছিলো না তার প্রমাণ মিললো ওড়িশার কটক শহরে....এমনি তেই তীব্র দাবদাহ...ঠিক তেমনি মাঠের মধ্যে আগুনে মেজাজের ফুটবল উপহার দিলো মোহন সৈনিকরা...আনাস এডু প্রিতম আর শুভাশিস এর অনবদ্য ডিফেন্স..সাথে শেহেনেওআজ এর লড়াকু ফুটবল..পাশে শৌভিক এর নাছোড়বান্দা মনোভাব আর দুই পাশ দিয়ে সনি আর কত্সুমীর সর্পিল দৌড়....অনবরত নিজেদের জায়গা পরিবর্তন বিপদে ফেলছিল মুম্বাইর দল টিকে....সাথে সিং ইস কিং এর  মেজাজ....ডাফির গোল করবার প্রবল ইচ্ছা....সব একসাথে হয়ে পুড়িয়ে দিলো ডি এস কে কে...প্রথম ম্যচেই এই চার গোল আর এমন পারফরমেন্স নিশ্চই সস্তি দেবে আপামর মোহন সমর্থকদের....কিনতু আবার ভারত সেরা হতে গেলে এই পারফরমেন্স টা ও আক্রমণাত্মক মনোভাব টা ধরে রাখা ভীষণ জরুরী.....বঙ্গোপসাগরে আজ পারি দিলো মোহন তরী.....সঞ্জয় সেনের হাত ধরে ফেড কাপ নিয়ে গঙ্গা পার এ ফিরবে মোহন তরী..সব শেষে বলবো টুম্পাই দা আর দেবা দার কথা.....তোমরা সেরা...তোমাদের তুলনা তোমরা নিজেই..টিমটাকে সব সময় এ ভাবে আগলে রেখো নিজের সন্তান স্নেহে....তাই বলা যেতেই পারে ঘোর গরমে মোহনবাগানে আজ বসন্তের বাতাস বইতে শুরু করেছে.....

          জয় মোহনবাগান 
ছবি - মোহন বাগান অফিশিয়াল ফেসবুক 
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.