আমরা রাজনীতি বুঝিনা, আপনারা আবেগ


কি বলবো? যেভাবে বর্তমান শাসক গোষ্ঠীর দুই যুযুধান শিবির একে অপরের বিরুদ্ধে মিসাইল দাগছেন তা কিন্তু সরাসরি আমাদের বুকে এসে বিঁধছে। ওনাদের দরকার পাওয়ার, আমাদের দরকার সাফল্য, ওনারা ক্লাবে আসেন প্রত্যাশায়, আমরা ক্লাব থেকে বের হচ্ছি হতাশায়

কিন্তু কেন? কেন এই বিবাদ?  আসল মধুভান্ড কি?  সবাই জানি,  যাবো না সেই কথায়, আসল কথায় আপনারা আসুন, ক্লাবটাকে চিতপুরের যাত্রাপালার দল না করে, প্রতিদিন নিয়মমাফিক সংবাদপত্রে বিবৃতি না দিয়ে ক্লাব টাকে বাচান আপনারা।

সকাল বেলায় ঘুম থেকে উঠেই ভালোবাসার ক্লাবকে ঘিরে বিভিন্ন খবরের কাগজে নানান টীকাটিপ্পনী আর সহ্য হচ্ছে না মশাইরা, এবারে এগুলো বন্ধই করে আমাদের কথা ভাবুন, দলবদলের সময়ে কোথায়  কে আসছে কে যাবে সেই নিয়ে ভাববো তার বদলে শুধু দুই পক্ষ আপনারা হুলো বেড়ালের মতন ঝগড়া করছেন,

দেবাশিসদা, একদিন কোনএক কারনে আপনি সরাসরি আমাকে ফোন করে বলেছিলেন "মোহন বাগান কি জানো তুমি? মোহন বাগানের বিশালত্ব কি জানো তুমি? আপনার বোঝানোর ক্ষমতায় সেদিন শ্রদ্ধায় মাথা নত করেছিলাম, কিন্তু আজ? প্রতিদিন আমরা যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছি, তার কোন মুল্য নেই?

গতকাল চল্লিশ ঊর্ধ্ব মৃন্ময়দার সাথে ফেসবুক চ্যাটে কথা হচ্ছিল, উনি বলছিলেন "দাদা কি হচ্ছে বলুন তো? আর কতদিন এভাবে চলবে, মনে মনেশুধু গুমরে কাঁদছি" । ওই কান্না শুধু মৃন্ময়বাবু নয়, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে গোটা বাংলার আট থেকে আশি আপামর মোহনবাগানির কান্না।

প্লিজ এবারে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.