Amamder Surya Maroon | Mohun Bagan Song | Lyric | Video MP3 Watch Listen and Download


আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে
আমাদের খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে
আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবীদের 
আমরাই কখনও বুক, কখনও দল কখনও দেশ ।

জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা
দেখো ওই ওরে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান
আমরাই মোহনবাগান, মোহনবাগান ।

বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক খেলার নবাব
আমরাই ভিনদেশীদের, বিরুদ্ধে এই দেশের জবাব ।
বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক খেলার নবাব
আমরাই ভিনদেশীদের, বিরুদ্ধে এই দেশের জবাব ।
সাগরের উথাল পাতাল বুকে এই নৌকা চলে ।
কত ঝর বিবাদ সামাল ভিতে খেলা কথা বলে ।

জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা
দেখো ওই ওরে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান
আমরাই মোহনবাগান, মোহনবাগান ।

----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.