E Dhulo Paye Paye Ador Daye | Mohun Bagan Song from the Movie Egaro | Watch, Lyric Download MP3
এ ধুলো পায়ে পায়ে আদর দেয়, কপালে জয়টীকা
তেত্রিশ কোটি বুকের সমন বলে আমরা নই একা
রাত জাগে নিদ্রাহীন সওয়ার জিতবো আমরা ঝড়িয়ে ঘাম
চাই চাই রক্তক্ষরণের দাম জিতবো আমরা ঝড়িয়ে ঘাম
শিরায় শিরায় উপশিরায় রক্তে আগুন আজ ছুটতে চায়
শুধু বোঝে সুখ তোলপাড় বুক, আদরে মাটির স্বাধীন মুখ
স্ফুলিঙ্গ আমরা এই এগারোজন
আজ দাবানল হবে বলছে মন বলছে মন
লাল মুখো ওই রক্তবীজের ঝাড়
হিম্মত থাকেতো ফের মাটি কার
আজ মুক্তি খুঁজবো ওদের জালে
মাটির শপথ মহাকালে
আজ এ খেলা শুধু খেলা নয় শুধু খেলা নয় শুধু খেলা নয়
সংগ্রাম
তোদের বেড়ি শেকলখাঁচা আজ উস্কে দিচ্ছে নতুন বাঁচা
তোদের বেড়ি শেকলখাঁচা আজ উস্কে দিচ্ছে নতুন বাঁচা
সংগ্রাম
সঙ্কল্পবদ্ধ হাতের মুঠো, আজ আমরা ঝড় তোরা খড়কুটো
সংগ্রাম সংগ্রাম
আগাম চিঠি দিয়ে আনবো ভোর, সজোরে খুলবো সব বন্ধ ডোর
আজ এ খেলা শুধু খেলা নয় শুধু খেলা নয় শুধু খেলা নয়
সংগ্রাম
আজ খেলা এ খেলা এখেলা প্রাণের বাজি
শহীদ হতেও ,হতেও আজকে আমরা রাজি
আজ খেলা এ খেলা এখেলা প্রাণের বাজি
শহীদ হতেও ,হতেও আজকে আমরা রাজি
আজ খেলা এ খেলা এখেলা প্রাণের বাজি
শহীদ হতেও ,হতেও আজকে আমরা রাজি
আজ খেলা এ খেলা এখেলা প্রাণের বাজি
শহীদ হতেও ,হতেও আজকে আমরা রাজি
----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments