"মোহনবাগান" :: ভরসার অপর নাম । শক্তিপদ বসু


আগামী শণিবার অর্থাৎ ২২-০৪-২০১৭ তারিখে আইলিগের গুরুত্বপূর্ণ খেলা মোহনবাগান বনাম আইজলের ৷ সম্ভবত ঐ দিনই পরিস্কার হয়ে যাবে এবছর জাতীয়লিগ কার ঘরে শোভা পাবে ৷ অনেক মোহনবাগান সমর্থকই কিছুটা আশঙ্কায় ভূগছেন ঐ দিনের খেলার ফলাফল নিয়ে ৷ যদিও ফলাফলের ভবিষ্যতবাণী করা কারো পক্ষেই সম্ভব নয়, তথাপি তুল্যমূল্য বিচার করাই যায় দু দলের সাম্প্রতিক খেলার ভিত্তিতে ৷
আমার তো বিশ্বাস সামান্য হলেও প্রায় সবদিক থেকেই এগিয়ে রয়েছে মোহনবাগান ৷ অনেকেই ভাবতে পারেন আমি মোহনবাগানী তাই এ কথা বলছি ৷ কিন্তু শুধু মোহনবাগান সমর্থক হিসাবেই নয়, আমার ধারণার পেছনে কিছু যুক্তি অবশ্যই আছে সেটাই বলার চেষ্টা করছি ৷ প্রথমেই দেখা যাক আমাদের অসুবিধা গুলো কি কি ৷ আমাদের হোমম্যাচ নয়, পাহাড়ের উচ্চতা, বিপক্ষের একঝাঁক তরুণ খেলোয়াড় ও প্রবল জন সমর্থন ৷ মোটামুটি এগুলোই আমাদের বিপক্ষে ৷ প্রথমেই বলি আইজল হয়তো হোমম্যাচের সামান্য সুবিধা পাবে , তবে সেটা বিরাট কোনও বাধা হয়ে উঠবেনা মোহনবাগানের কাছে ৷ উচ্চতা ও তরুণ খেলোয়াড় সমৃদ্ধ দল হওয়ায় সামান্য যে সুবিধা আইজলের আছে, ৩-৪ বছর প্রায় একই দল ধরে রাখা ও অভীঙ্গতা সম্পন্ন মোহনবাগান সহজেই তা অতিক্রম করতে সক্ষম হবে ৷ আর জনসমর্থনের ব্যাপারে বলবো, আমরা কিন্তু প্রবল জনসমর্থনে পুষ্ট ইষ্টবেঙ্গলের মত ভালো দলকেও তাদের হোমগ্রাউন্ডে একবার হারিয়েছি আর একবার প্রায় হারিয়ে দিচ্ছিলাম ৷ আমাদের দলে সোনি, জে জে, ডাফি, কাতসুমি, বলবন্তের মত পাঁচজন ফরোয়ার্ড আছে যা এই মূহুর্তে ভারতের আর কোনও দলে নেই ৷ এই মুহুর্তে আমাদের ফরোয়ার্ড লাইনই ভারত সেরা ৷ গোলের নিচে রয়েছে বিশ্বস্ত দেবজিৎ ৷ সুতরাং মোহনবাগান এগিয়ে রয়েছে বলাটা মোটেই বাড়াবাড়ি নয় ৷ আর দলের সমস্ত খেলোয়াড়ই জানে আইজল ম্যাচ জয় কতটা জরুরী আই লিগ জয়ের জন্যে ৷ সঙ্গে রয়েছেন সেরা প্রশিক্ষক সঞ্জয় সেন ৷ আমাদের না জেতার কোনও কারণ নেই ৷ সামান্য চিন্তা রক্ষণভাগ নিয়ে ৷ আশাকরি সেটাও আমরা কাটিয়ে উঠবো যথা সময়ে ৷ ভরসা ছিল, আছে আর থাকবেও ৷ জয় মোহনবাগান, জয় মেরিনার্স ৷
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

1 comment:

Powered by Blogger.