রামে বামে বিদ্ধ লোটা - অর্ণব দাস
৩৪ বছর ক্ষমতায় থেকে
তাকে টপকেছিল বাম।।
রাম-বাম রেকর্ড দেখে জ্বলছিল লোটা দল,
করল শপথ এই রেকর্ড টপকাবে,
তাদের সাধের ইচবেঙ্গল।।
সেই মত শুরু তারা করে দিল কাজ,
গর্বিত লোটন দল রামকে ছুঁল আজ।।
১৪ বছর লীগ তাদের অধরা,
লক্ষ্য এবার ৩৪ বছরের রেকর্ড তোড়া।।
ছুটবে তার সেই লক্ষ্যেই
আমরা জানি ঠিক,
লাল-হলুদ টক গন্ধে
কাঁপবে দিক-বিদিক।।
১৪ বছর ট্রফি লেস
রাম কেও হারালি তোরা,
৩৪ বছর এমনই থাক,
খুশী হবে বামেরা।।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
Solid
ReplyDelete