শুভেচ্ছা বার্তা - শক্তিপদ বসু
অত্যন্ত আনন্দ সংবাদ আজ থেকে পথচলা শুরু করলো আমাদের একান্ত নিজস্ব ব্লগ "আমরা মোহনবাগানী " ৷ আমি এই উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করি ৷ ব্যাক্তিগত ভাবে বলতে পারি আমি সেভাবে লেখালিখিতে অভ্যস্ত নই ৷ মাঝে মধ্যে দু চারটে কবিতা লেখার চেষ্টা করি মাত্র ৷
প্রদীপ হাজরা দা যখন আমায় বললেন আমাকেও কিছু লিখতে হবে, আমি সম্মানিত বোধ করেছি ৷ চেষ্টা করবো মাঝে মধ্যে কিছু লেখার ৷ সবাইকে বলবো দলের পাশে থাকুন, সাথে থাকুন ৷ মনে রাখবেন আমরা একের পর এক ইতিহাস গড়ে চলেছি ৷ গত ষোলো বছরে যা পারিনি তা করে দেখিয়েছি ৷ আমাদের প্রিয় সোনি আইলিগে ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পায়নি এতদিন ৷ সেটাও হয়েছে এবছর ৷ একটা স্পনসরহীন দল যে ভাবে আই লিগ জয়ের দোরগোড়ায় কড়া নাড়ছে সেটা গর্বের বিষয় ৷ সম্ভবত এই প্রথম আমরা আই লিগে মাত্র একবারই পরাজিত হয়েছি, এটাও বাহবা পাওয়ার যোগ্য ৷ আসুন অঙ্গীকার করি যে কোনও অবস্থায় আমরা দলের পাশেই থাকবো ৷ মোহনবাগান আবারও আই লিগ জয় করে ইতিহাস রচনা করুক এই কামনা করি ৷ সবাইকে সবুজ মেরুণ শুভেচ্ছা জানাই ৷ জয় মোহনবাগান, জয় মেরিনার্স, জয় আমরা মোহনবাগান ব্লগ ৷
আমাদের ব্লগ এগিয়ে চলুক
যেমন ছুটছে প্রিয় বাগান,
আই লিগটা জিতবো আবার
আমরাই সেরা, মোহনবাগান ৷৷
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments