এগিয়ে বাগান - পার্থ সারথি চ্যাটার্জি
22 শে এপ্রিল 2017 সম্ভবত আই লিগের ফয়সলা হতে চলেছে l
ঠিক এই মুহুর্তে ভারত সেরা কোচের লড়াইয়ে দুই ভারতীয় ,এক মুম্বাইকর আর এক বান্গালীর মস্তিস্কের লড়াই দেখবে সারা ভারত l খালিদ জামিল ভালো খেলোয়াড় এবং তরুণ প্রতিভাবান কোচ ,উল্টো দিকে সঞ্জয় সেন সুপ্রতিস্ঠিত কোচ ,ফুটবলটাও ভালই খেলতেন l তফাত আরো আছে ,খালিদের সামনে এই প্রথম বার একটা বড় টুর্নামেন্ট কোচ হিসাবে জেতার হাতছানি আর সঞ্জয় সেনের কাছে এটা নতুন ব্যাপার নয় l experience এর পাল্লা ভারী সঞ্জয় সেনের দিকে l
খেলোয়াড়দের নিয়ে আলোচনা করলে ,বাগানের খেলোয়াড় রা কয়েক মাইল এগিয়ে আইজলের থেকে l
আইজলের প্লাস পয়েন্ট , তারুন্য আর দৌড় ! আর বিদেশি ফরোয়ার্ড কামো l
মাইনাস পয়েন্ট ? এক্সপিরিয়েন্সের ঘাটতি ,আর এখানেই প্ল্যান বি কাজ করবেনা l সাপ্লাই লাইন কেটে দিলে টীম বসে জাবে l ফিনিশার কামো ছাড়া অন্য কেউ নেই l
বাগানের খেলোয়াড় রা স্কিল আর এক্সpiriyense
এক্সপিরিয়েন্সে অনেক এগিয়ে l counter attack করে খেললে আমরা গোল পাবই l
বাগানের প্লাস পয়েন্ট ,সনি আর কাট্টূ l
মাইনাস পয়েন্ট ডিফেন্স ! শুধু এডু আর আনাস নয় ,দুই সাইড ব্যাককে ও চূড়ান্ত সতর্ক থাকতে হবে আর মাঝমাঠ জে দলের ম্যাচ তাদের l
তবে এআইএফএফের নরথইস্ট প্রজেক্ট কে জনপ্রিয় করতে গেলে একটা চ্যাম্পিয়ন টীম দরকার আর ভয়টা সেখানেই l
রেফারিং ও একটা বড় ফ্যাক্টর আশা করি এটা নিশ্চয় মানবেন l
তবে ম্যাচ আমার মতে 55 % বাগানের অনুকূলে , 45% আইজল l
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
22 a april aste din.
ReplyDeleteBijoy michil dakhe nin