মোহনবাগান মোটিভেশন অডিও । প্রসেনজিত সরকার
আই লিগের শেষ ম্যাচের মুখে দাঁড়িয়ে মোহনবাগান। বাগানের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ও গ্যালারীর প্রাণ সবুজ মেরুন সমর্থকদের আবেগের উচ্ছ্বাসে ফের একবার আচ্ছন্ন হতে প্রসেনজিতের গলায় শুনুন সমর্থকদের প্রথম মোহনবাগান মোটিভেশন অডিও
এটা কি শুধুই একটা খেলা? না, এটা খেলার থেকেও একটু বেশি, এটা জীবন। তুমি কি চাও ? কেন তুমি একজন মোহনবাগান খেলোয়াড়, কেন তুমি মোহনবাগানে খেলছ? কেন তুমি মোহনবাগানকে ভালোবাসো? কেন তুমি লড়ছ? কেন তুমি জিততে চাইছ? শুধুই কি চ্যাম্পিয়ানশিপের জন্য? নাকি তোমার টীমমেটদের জন্য? নাকি তোমার কোচের জন্য? নাকি সেই চাওয়ালা রাকেশের জন্য যে চা বানাতে বানাতে আই লিগ জেতার খবর পেয়ে হাউ হাউ করে কাদতে বসেছিল? নাকি সেই উননব্বই বছরের শান্তি চক্রবর্তীর জন্যে, যিনি প্রতিদিন এই বয়েসেও মাঠে গিয়ে তোমাদের জন্য গলা ফাটান, নাকি মৃত্যুঞ্জয়ী বাপি মাজির জন্যে অথবা ডার্বি দেখে ফেরারপথে মৃত্যুর কারাগারে আজীবন বন্দি হয়ে যাওয়া আমাদের প্রিয় ভাই সৌম্যর জন্যে, নাকি অগনিত মোহনবাগানির জন্যে যারা মোহনবাগান জিতলে পাগলের মতন হাসে আর হারলে স্বজন হারানর বেদনায় কাঁদে? যারা দিনের পড় দিন কিছু না পেয়েও পাগলের মতো সমর্থন করে যায় আর শুধু একটা, শুধুমাত্র একটা নামকে মন্ত্রের মতো উচ্চারন করে যায়... মো-হ-ন-বা-গা-ন।
তুমি জানো আইলিগ আমাদের জিততেই হবে, তুমি তৈরি হয়েছ মোহনবাগানকে আইলিগ দেবার জন্য, তুমি জানো অন্য টীমগুলোও আই লিগ জিততে মরিয়া, তুমি জানো কখন বল ধরতে হবে, তুমি জানো কতক্ষন বল ধরে রাখতে হবে, তুমি জানো কখন বল ছাড়তে হবে, তুমি জানো সব কিছু কখন কি করতে হবে। হ্যা, এবার সময় এসেছে, এবারে সময় এসেছে তুমি যা জানো তা করে দেখানোর সময় এসেছে, তুমি যদি মনে করো তুমি পারবে, তাহলে মাঠে নামো, তুমি নামো মাঠে আর দেখিয়ে দাও এই দুনিয়াকে, দেখিয়ে দাও এই দুনিয়াকে একজন মোহনবাগানি কি করতে পারে তার দলকে জেতাতে, এখন থেকে তুমি যখন মাঠে নামবে একবার ছুয়ে দেখো তোমার বুকটাকে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়... হাজার হাজার হৃৎপিণ্ডর অনুভুতি তুমি পাবে, পেতে তোমাকে হবেই। তুমি মাঠে নামবে আর দেখিয়ে দেবে সবাইকে, দেখিয়ে দেবে সবাইকে সবুজ মেরুনের আবেগ, দেখিয়ে দেবে সবাইকে সবুজ মেরুনের শক্তি দেখিয়ে দেবে সবাইকে সবুজ মেরুনের ক্ষমতা, তুমি জানো তোমার আছে সেই ক্ষমতা।
এখন দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও আমরা তৈরি, আমরা তৈরি যুদ্ধের জন্যে, আমরা তৈরি নিজেদের সেরাটা দেবার জন্যে, আমরা তৈরি সব চ্যালেঞ্জকে অ্যাক্সেপ্ট করবার জন্যে। আমাদের জানার দরকার নেই আমাদের বিপক্ষ দলের নাম, আমাদের জানার দরকার নেই কারা আমাদের বিপক্ষে খেলছে সেটা দেখার, সব ম্যাচে আমরা লড়াই করবো, নিজেদের নিংড়ে দেবো, আমরা প্রতিপক্ষের মনে ত্রাস সৃষ্টি করবো, আবার মোহনবাগান নামে কাঁপুনি ধরে যাবে প্রতিপক্ষের বুকে। আমরা আবার জিতবো আইলিগ, আমরা আবার ভারতসেরা হবো। যাও, মোহন তরীর বীর নাবিক, এগিয়ে যাও শেষ করে দাও বিপক্ষকে, ধ্বংস করে দাও প্রতিপক্ষকে, যা খুশি করো কিন্তু মাথা উঁচু করে প্রতিটি ম্যাচ জিতে দেখাও তুমি।
হে মোহন মায়ের সৈনিক সময় এসেছে করে দেখানোর, সময় এসেছে সবাইকে জানিয়ে দেবার, আমরা চ্যাম্পিয়ান ছিলাম, আমরা চ্যাম্পিয়ান আছি, আমরা চ্যাম্পিয়ান থাকবো। পুরুষ নারী নির্বিশেষে সকল মোহনবাগানি তৈরি তাঁদের রুপকথার নায়কদের অভিবাদন জানানোর জন্যে।
----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
প্লীজ আমাদের ব্লগকে ফলো করবেন
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments