আই লীগ তুমি কার - সায়ন ঘোষ


আই লীগের শেষ পর্ব শুরু হয়ে গেছে ।চ্যাম্পিয়নশীপের লড়াই এ আছে দুটি দল আইজল ও মোহনবাগান ।তাই শেষ পর্বে কে চ্যাম্পিয়ন হতে পারে তার উত্তর খোঁজা হল।

চ্যাম্পিয়নশীপের অঙ্ক -
1.আইজল ও মোহনবাগান ম্যাচ ড্র হলে এবং শেষ ম্যাচে মোহনবাগান জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন ।কারন আইজল কে মোহনবাগান কলকাতায় 3-2 গোলে হারিয়ে ছিল।
2.মোহনবাগান আইজল কে হারালে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হবে ।
3.আইজল মোহনবাগান কে 2 গোলে হারালে আইজল চ্যাম্পিয়ন হবে।
4 .আইজল যদি মোহনবাগান কে 1 গোলে হারায় আর শেষ ম্যাচে হেরে যায় এবং মোহনবাগান শেষ ম্যাচে জিতলে দেখা হবে কে গোলপার্থক্যে এগিয়ে ।মোহনবাগান গোলপার্থক্যে আইজলের থেকে অনেকটাই এগিয়ে আছে।তাই মোহনবাগানের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা বেশি ।
দুই দলের শক্তি ও দুর্বলতা -
আইজলের শক্তি হচ্ছে একঝাঁক তরুণ ফুটবলার আছে যাঁরা অত্যন্ত প্রতিশ্রুতি সম্পন্ন ।
সবচেয়ে বড়ো দুর্বলতা অভিজ্ঞতা কম আইজলের।
মোহনবাগানের শক্তি একই দল 3-4 বছর একসঙ্গে খেলছে ফলে বোঝাপড়া দুর্দান্ত ও দলটা আইজলের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ।আর দুর্বলতা হচ্ছে পাহাড়ি দল বরাবরই মোহনবাগানের শক্ত গাঁট ।
পরিসংখ্যান -4 বার মুখোমুখি দুই দল ।3 বার মোহনবাগান ও একবার আইজল জিতেছে ।
বর্তমান অবস্থান-মোহনবাগান 16 ম্যাচে 33 পয়েন্ট ও আইজল 16 ম্যাচে 33 পয়েন্ট ।গোলপার্থক্যে শীর্ষে মোহনবাগান ।

সবশেষে দেখা যাচ্ছে বড়ো কোনও অঘটন না ঘটলে আই লীগ মোহনবাগান জিততে চলেছে ।উপরের চারটি সম্ভাবনার মধ্যে 3 টি বলছে মোহনবাগান চ্যাম্পিয়ন ।বাকি চিত্রটা আইজল ম্যাচের পর পরিস্কার হবে।জয় মা মোহনবাগান
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.