ইচ্ছে ডানায় মোহনবাগান - সাহিল মাজি


"একদিন দেখব আলো...
আঁধারের শেষ যেখানে...আসবেই দহ্মিন বাতাস...আভাসের বার্তা নিয়ে...
এক ঝাঁক ইছে ডানা..
যাদের আজ উড়তে মানা...
মিলবেই তাদের অবাধ স্বধীনতা............"*


মনে পরে যায় পরশ পাথরের গাওয়া ঐ গান..ইছে ডানা...শুধু মনে পরে না..বরং মনে চলে আসে সেই বেদনা.সেই যন্ত্রণা...সেই ব্যথা...চোখে আসে জল ভোরে...বুক ফেটেছিল যন্ত্রণায়.........ফিরে দেখতেও অতুল সমুদ্রে হারিয়ে যাওয়া..দীর্ঘ পাঁচ এর কষ্ট;ব্যথা আরও কত কি!!
     আজ নিঃস্ব সে জালা...হয়ত এক ইছে ডানার খেয়াল খুশিতেই নিঃস্ব....5 এর যন্ত্রণা 3 বছরে মিটে গেছে...তেমনই কোনো পরশ পাথরের ছোঁয়া পেয়ে...তেমনই কোনো ইছে ডানার পাখা মেলে ধরার আভাস দ্বারা...
এই ডানায় তৃপ্ত মোরা আজ.সেদিনের কানের পাশে বলে যাওয়া ওই পাখির কথা বারবার কর্ণকূহরে আঘাত প্রাপ্ত করে...হ্যাঁ বলেছিল "কেঁদ না বন্ধু আমার 
         দাও গান নিয়ম ভাঙ্গার
      এই গানের শেষেই আছে ভোরের আকাশ..."
আজ তার কথা অহ্মরে অহ্মরে মিলেছে...সেদিনের বাঁধ ভাঙ্গা কান্নার শেষে..ঘুটঘুটে আঁধারের শেষে আজ ভোরের আকাশের সূর্যের কিরণে সব কিছু মূর্হ্যমান..এই পালতোলা নৌকার কাছে....

আবার ইছে ডানার প্রলেপ লাগুক...এই বাগানের প্রতিটা পাতায় ফুলে..ভেসে উঠুক নৌকা..তরতোরিয়ে এগিয়ে চলুক ওই দুরাশার দিকপানে......বিশ্বাস রইল.....বুক আবার বাঁধলাম...

আবার বুক ফাটবে..তবে গর্বে...এবার বলে উঠতে চাই গর্বিত মোহনবাগানি হয়ে....

আবার চোখের জলে ভাসতে চাই....তবে এবারে আনন্দে অশ্রুতে......

আজও অতুল সমুদ্রে হারাতে চাই....সেই পালতোলা নৌকাতে বিজয় উত্সব করতে করতে....

বিশ্বাস আছে পারবই.......

জিতবই মোরা.....ইছে ডানা আজ স্বাধীন...মুক্ত সে আজ...তাই আবার সে ছড়িয়ে দেবে এক আভাসের মন্ত্র..এ বাগান জুড়ে...

জয় মোহনবাগান..পারবই
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

5 comments:

  1. আমি লিখতে আগ্রহী

    ReplyDelete
  2. আমি লিখতে আগ্রহী

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয়ই রাজ, আপনি লিখে আমাদের সাবমিট করুন, আমরা প্রকাশ করবো

      Delete

Powered by Blogger.