মোহন বাগান চলেছে জয়ের পথে | বাগানের নতুন গান
ইউটিউব চ্যানেল The Sound Studio থেকে প্রকাশ হোল মোহন বাগান নিয়ে গান "মোহন বাগান চলেছে জয়ের পথে" গানটির কথা প্রতীক চক্রবর্তী সুর প্রীতম চক্রবর্তী, ভোকাল প্রীতম চক্রবর্তী ও সুদীপ ব্যানার্জি, গীটারে অরিজিত মোদক, নতুন প্রজন্মের তৈরি রক মিউজিকে আচ্ছন্ন এই গানটি নিঃসন্দেহে মোহন বাগান প্রেমীদের খুব ভালো লাগবে এই আশাই রাখি, "আমরা মোহনবাগানি" ব্লগের পক্ষ থেকে এই গানটির জন্যে রইলো আন্তরিক শুভকামনা
দিন মে ইয়া রাতো মে, খোয়াবো মে শাশো মে
মঞ্জিল বুলায়ে হরদম
বারতে হায় আগে যব হম গোল কি তারাহ
ডরতে কিসিসে নেহি হম
ময়দানও পে বাজি জিতনেকে লিয়ে হম
খুদকো করতে হায় কুরবান
এগিয়ে চলেছে দ্যাখো নৌকো আমাদের
আসুকনা যতই তুফান
মোহনবাগান চলেছি জয়ের পথে, জিতছি জিতবো সাথে
মোহনবাগান চলেছি জয়ের পথে, জিতছি জিতবো সাথে
না না না ছাড়বো না, এ খেলায় হারবো না
জেতার আগে থামবো না
মঞ্জিল বুলন্দ করকে স্বপ্নে বুলা রাহি হায়
রুকনা নেহি হায় ইয়াহা
সবুজ মাঠ চিরে গ্যালারীর ওই ভিড়ে
স্লোগানের একটাই নাম
চিখতে চিল্লাতে হুয়ে, নাচে ইয়া গাতে হুয়ে
জিতকে কারেঙ্গে সিনাতান
এভাবে আমরা লড়ে গেছি আজীবন রেখেছি বাংলার মান
চলছে এগিয়ে দ্যাখো বল পায়ে আমাদের সবুজ মেরুন অভিযান
মোহনবাগান চলেছি জয়ের পথে, জিতছি জিতবো সাথে
মোহনবাগান চলেছি জয়ের পথে, জিতছি জিতবো সাথে
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments