শান্তনু কর্মকারের নজিরবিহীন শাস্তি চাই । বাংলার প্রত্যেক থানাতে F.I.R. করা হোক
"মাচাদের মা মানেই খানকী মাগি, বেশ্যা, ওদের ফুটোতে চিকেন তন্দুরি" শুরু এই ভাষাতে, আর এর পড়ে শুরু অবিরাম বৃষ্টি ধারার মতো অশ্রাব্য মন্তব্য, লক্ষ - প্রত্যেক মোহনবাগান সমর্থকদের গর্ভধারিণী মা, বক্তা - ইষ্টবেঙ্গল সমর্থক শান্তনু কর্মকার, উপলক্ষ - আইজলের কাছে মোহনবাগানের হেরে যাবার আনন্দের বহিঃপ্রকাশ
গত ২২ শে এপ্রিল মদ্যপানরত শান্তনু ফেসবুক লাইভে এসে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে এহেন আক্রমণ করলেও স্থবির ইষ্ট বেঙ্গল ক্লাব, ইষ্ট বেঙ্গল ক্লাব যদিও সমর্থকদের অন্যায় কে বরাবর প্রশ্রয় দিয়েই এসেছেন, যা আমরা বাচ্ছাদের ডার্বিতে আমাদের ফেন্সিং এ লাঠি মারা হোক, কিংবা শিলিগুড়ি ডার্বিতে আক্রমণ করা হোক অথবা অসুস্থ ইষ্টবেঙ্গল সমর্থক রনি দাসের পাশে মোহনবাগান সমর্থকদের দাঁড়ানো নিয়ে অশ্রাব্য কটূক্তিতেই হোক, ওনারা ধৃতরাষ্ট্রর ভুমিকা পালন করে চলেছেন।
কিন্তু অপমানিত আমরা হয়েছি, আমরা প্রত্যেক মোহনবাগান সমর্থক বেক্তিগতভাবে অপমানিত হয়েছি, আমরা কোনদিন অপমান সহ্য করিনি আজো করবো না। শান্তনু কর্মকারকে এমন বিরল উচিত শিক্ষা আমরা দেবো যাতে আমাদের বিরুদ্ধে ফের কোন ইস্টবেঙ্গল সমর্থক যাতে এহেন আক্রমণ না করতে পারে
শান্তিপূর্ণ ভাবে বাংলার প্রতিটি থানাতে আমাদের শান্তনুর বিরুদ্ধে F.I.R. করতে হবে।
যদি নিজের গর্ভধারিণী মা কে সন্মান করো, আজ ই যাও, শান্তনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করো তোমার নিকটবর্তী থানাতে, নিজের গর্ভধারিণীর অসন্মানের উচিত শিক্ষা দাও এই অসভ্য জানোয়ার ইতরটা কে । অনেক হয়েছে আর নয়
আজ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতিটি থানাতে শান্তনুর নামে গন F.I.R করা হোক যাতে ৩০শে এপ্রিল আমরা নেক্সট ম্যাচ খেলতে নামার আগেই শান্তনুকে জেলের গারদের সুখ অনুভব করাতে পারি আমরা
শান্তনু কর্মকারের শাস্তি চাই
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments