MOHUNBAGANITO :--- (Acoustic Cover) | Watch, Lyric, Download MP3
এই আমরা নতুন সাজে সেজে এসে গেছি
বুকে নিয়ে সবুজ মেরুন উচ্ছ্বাস
হ্যা সবুজ ঘাসে পাল উঁচিয়ে ছুটবে নৌকো
বাঁচার লড়াই হবে রুদ্ধশ্বাস
মেরিনার্স চলো আবার নতুন যুদ্ধ শুরু
আমরা সবাই সঙ্গে আছি গুরু
একসাথে লড়তে রাজি আবার
শুনে নাও আর কিছুতেই হাল ছাড়বো না
কারো বাধা আমরা মানবো না
সব বাধা ভেঙ্গে হবে চুরমার
মোহন বাগানিত, জাতীয় দল হয়ে সম্মানিত,
ভক্ত যার অগনিত মেরিনার্স নামে পরিচিত
মোহন বাগানিত, আমাদের কাছে মায়ের মতো
জুড়িয়ে দেয় জ্বালা ক্ষত, এ বাঁধন জন্মের মতো
চিরকাল সংগ্রামে মোহন বাগানি ভরসা
শীত গ্রীষ্ম কিংবা বর্ষা মোহন বাগান মোদের ভরসা
চিরকাল সংগ্রামে মোহন বাগানি ভরসা
শীত গ্রীষ্ম কিংবা বর্ষা মোহন বাগান মোদের ভরসা
মোহন বাগানিত, জাতীয় দল হয়ে সম্মানিত,
ভক্ত যার অগনিত মেরিনার্স নামে পরিচিত
মোহন বাগানিত, সারা বিশ্ব জুড়ে পরিচিত
শতবর্ষ পেড়িয়ে গৌরবিত, সবুজ মেরুনে সৌরভিত মোহন বাগানিত
----------------------
ডাউনলোড MP3 | ডাউনলোড Video
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments