সেনবাবুর বাগান তো ড্র বাগান হয়ে গেছে, বাবলুদার কথা কি ভাবা যায় না?


ঐতিহাসিক ম্যাচ ছিল আজ, কলকাতা ময়দানে আই লিগের শুভসুচনার দিন মুখ থুবড়ে পড়ল সেন বাবুর সাধের সাজানো টীম, না ওনার টিমে কাতসুমি অচল, কিন্তু ডিকা মহার্ঘ, হতেই পারে, ওনার সিস্টেমে গারসিয়াকে সরে যেতে হয় ভবানিপুরে, আর সমীরণ নাগ হয় ফিটনেস কোচ, হতেই পারে, কিন্তু সেটা তখনি পারে যখন টিমের মধ্যে জেতার তাগিদ থাকে? কিন্তু একটা আই লিগ একটা ফেড কাপ আর একটা সিকিম কাপ জেতা বাংলার মরিনহো আগে অ্যাওয়ে ম্যাচ ড্র করবার জন্যে খেলতেন আর এখন হোম ম্যাচ বিপক্ষ দশ জনে থাকলেও উনি আক্রমন করতে যেতে ভয় পান।
সনি নেই মানে গুটিয়ে যাও, জিততে না পারো ক্ষতি নেই, কিন্তু হারা চলবে না।

ভোম্বলদার সাজানো গুটি দিয়ে আইলিগ জেতা কোচ তো এবারে জগদ্দল পাথরের মতন বাগানের বুকে চেপে বসেছেন, আর কতদিন? এখনো কি বাবলুদার কথা ভাবার সময় আসেনি? কর্মকর্তাদের মনে হয় এবারে ভাববার সময় এসে গেছে
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.