"Alvida Sony" - A small tribute to Magician Sony Norde
আমরাই বলেছিলাম "ব্যারেটো কি কোনদিন সনি হতে পারবে? হয়তো ভুল বলেছিলাম, হয়তো খানিকটা অভিমান থেকেও, কিন্তু টীমম্যান সনি যেভাবে নিজের জায়গা ছেড়ে দিয়ে আর এক বিদেশীকে দলের অন্তর্ভুক্ত করতে টাকার বদলে আবেগকে প্রাধান্য দিয়েছেন তা অভূতপূর্ব,
হয়তো এটাই মোহনবাগানের মাহাত্য, আমরা মোহনবাগানিদের আবেগের ছোঁয়া যেভাবে সনির অন্তরে স্বর্ণাক্ষরে গ্রথিত হয়ে গেছে তা অমুল্য। আবার ফিরে এসো ম্যাজিশিয়ান, তোমার জন্য আমরা মোহনবাগানিরা আবার রাত জেগে অপেক্ষা করবো, কখন তুমি বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসবে আর আমরা চিৎকার করবো , সনি সনি সনি সনি,
ভিডিওটির কপিরাইটের জন্যে ভিডিওটি সরাসরি ফেসবুকে পোষ্ট করতে পারলাম না, জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের, যখন বানাচ্ছিলাম মাঝে মাঝেই চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল, হয়তো আবেগে, ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
ভিডিও ক্লিপিংস গুলি XtraTime মোহন বাগান টিভি এবং ইউটিউবের অন্যান্য চ্যানেল থেকে নেওয়া
ভিডিওটির কপিরাইটের জন্যে ভিডিওটি সরাসরি ফেসবুকে পোষ্ট করতে পারলাম না, জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের, যখন বানাচ্ছিলাম মাঝে মাঝেই চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল, হয়তো আবেগে, ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
ভিডিও ক্লিপিংস গুলি XtraTime মোহন বাগান টিভি এবং ইউটিউবের অন্যান্য চ্যানেল থেকে নেওয়া
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments