দুঃখের দিনে সুখবর এলো সনি জায়ার পোস্টে । সুস্থ হবার পথে সনি
সঞ্জয় সেনের পদত্যাগের পড়ে দ্বিধাগ্রস্থ মোহনবাগান শিবিরে ফের স্বস্তির ছোঁয়া, সৌজন্যে বাগানের প্রাণভোমরা সনি নরদির পত্নি কিম্বারলি। ফেসবুক পোস্টের মাধ্যমে কিম্বারলি মেরিনার্সদের আশ্বস্ত করেছেন অল্প কিছুদিনের মধ্যেই ফিট হবার পথে সনি, অপারেশন করাবারও কোন প্রয়োজন নেই। মুম্বাইএর প্রখ্যাত ডাক্তার অনন্ত জোসির কাছে চেকআপ করারবার পড়ে হাসিমুখে সনি, ইন্সটাগ্রামে আর একটা পোস্টে সনির সাথে বাগান ফিজিও অভিনন্দন মুখার্জি, এই দুই ছবি মোহন সমর্থকদের আশ্বস্ত করবার পক্ষে যথেষ্ট।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments