তীব্র ধিক্কার তাদের যারা এটা করলেন । মৃন্ময় দে



০২/০১/২০১৮ : মোহনবাগানি হিসাবে এক কলঙ্ক, এক লজ্জার দিন হিসাবে থেকে যাবে। না, আমরা হাস্যকর ফুটবল খেলেছি, কোচ পদত্যাগ করেছেন এসবের কারনে নয়, এসব তো চলতি নিয়মে চলতেই থাকে, আর তাছাড়া আগের ম্যাচের শেষ আধ ঘণ্টার খেলা দেখতে দেখতেই আমার সামান্য ফুটবলবোধ বলছিল যে আমাদের এই বিপর্যয় যতটা না খেলা কেন্দ্রীক তার থেকে অনেক বেশি ড্রেসিংরুমের কারনে যা ভীষণ ভাবে উদ্দেশ্যপ্রনোদিত আর তাই আমার মূল্যায়নে সঞ্জয়দার চলে যাওয়া ছিলো সময়ের অপেক্ষা মাত্র। 
কিন্তু এ কেমনভাবে চলে যাওয়া? এরা কারা যারা কোচকে থুতু দিলো ??? এরা কি " প্রকৃত মোহনবাগানি " ????? আমি অন্তত মনে করি " এরা মোহনবাগানি নামক ছাঁকনির তলায় পড়ে থাকা আবর্জনা বিশেষ "। এরা কখনই " প্রকৃত মোহনবাগানি " হতে পারে না, যা নিয়ে আমি আজন্ম গর্ব করে এসেছি। অবশ্য ঘটনা যখন আমাদের সদস্য গ্যালারি থেকে হয়েছে তখন এ লজ্জা, এর দায় আমাদের সকলের। বিশেষ করে আমরা যারা অনেক দূরে থাকলেও ঐদিনে ঐদিকেই উপস্থিত ছিলাম। তাই দ্বিধাহীন কন্ঠে জীবনে প্রথমবারের জন্য বলি, " কালকের উপস্থিত ১৮ হাজারি + মোহনবাগানির মধ্যে এরা ২ জন যদি মোহনবাগানি হওয়ার একমাত্র মাপকাঠি হয় তাহলে আমি ঐ দুজনের জন্য লজ্জিত যে আমি মোহনবাগানি "।

যে সত্তা নিয়ে আমার গর্ব তা কাল মাটিতে মিশিয়ে দিয়েছে" মোহনবাগানি 
সত্তার " কলঙ্ক ঐ ২ জন। তবে গর্ব এখনো বেঁচে আছে এই দেখে যে ঐ ২ জন বাদে বাকি সমস্ত মোহনবাগানি দ্বিধাহীন ভাবে প্রতিবাদ করেছেন, এমনকি আমার মতো যাঁরা এই মুহূর্তে সঞ্জয়দার চলে যাওয়া চেয়েছিলাম, তাঁরাও। এইখানে গর্বের তফাতটা যে রয়ে গেলো সেটাই স্বস্তির। সত্যি ওঁনার এই অসম্মান প্রাপ্য ছিলো না। আমি একজন গর্বিত মোহনবাগানি হিসাবে কালকের থুতু দেওয়া ও ইট ছোঁড়ার ঘটনাকে চরম ভাষায় প্রতিবাদ ও ধিক্কার জানাই ও একজন সদস্য হিসাবে ম্যানেজমেন্টের কাছে দাবি জানালাম, এই ঘৃণ্য ২ জনকে চিহ্নিত করে আদৌ যদি এরা সদস্য হয় তাহলে সদস্যপদ বাতিল করার এবং অন্তত আমাদের মাঠে যাতে আগামীদিনে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করার। 
ভালো থাকবেন সঞ্জয়দা। হ্যাঁ আমিও চেয়েছিলাম আমাদের মোহনবাগানের স্বার্থে আপনি সরে যান কিন্তু বিশ্বাস করুন এইভাবে চাইনি কখনও। এ কথা কি করে ভুলে যাবো যে বেশ কিছু হতাশার মুহূর্তের সাথে আপনি আমাদের অনেক উত্তাল আনন্দের মুহূর্তও উপহার দিয়েছিলেন। আসলে ঐ কঠিন অপারেশনের পরে অন্তত এই বছর এই হট সিটে বসার সিদ্ধান্ত নেওয়াটাই আপনার সবথেকে বড় ভুল ছিলো। 
আবারও বলি, সুস্থ থাকবেন ও ভালো থাকবেন সঞ্জয়দা।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.