ক্লাবের গঙ্গাপ্রাপ্তিই যদি লক্ষ হয়, একেবারে শেষ করে দিন, এভাবে স্লো পয়জন করবেন না প্লিজ
মাননীয় সচিব
মোহন বাগান,
প্রিয় অঞ্জনবাবু,
আমাদের প্রানপ্রিয় ক্লাব এখন যে পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে তা দেখে আমরা সদস্য সমর্থককুল যারপরনাই চিন্তিত, গতবছরের বকেয়া ৩ কোটি এবং আসন্ন দলবদলের মরসুমের জন্য টিম রেডি করেও অর্থনৈতিক সমস্যা না মেটানোর কারনে ইতিমধ্যে সহসচিব শ্রী সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত মহাশয় পদত্যাগ করেছেন এবং ফুটবল সচিব সত্যজিৎ চ্যাটার্জি পদত্যাগের পথে। এমতাবস্থায় আপনার ধীরে চলো পদক্ষেপ শুধু হতাশাজনকই নয়, আত্মহননের শামিল।
যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে না পারেন তাহলে নিজেকে পদমোহে আবধ্য না করে দয়া করে আমাদের মুক্তি দিন এবং মোহন বাগানকেও এই অস্থির পরিস্থিতিথেকে মুক্ত করুন,
আপনি আমাদের ক্লাব সচিব, ওই পদটার জন্যই এখনো পর্যন্ত আপনাকে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পরতে হয়নি। কিন্তু আপনার যা চলনবলন সেটা কিন্তু ক্লাবের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হতে চলেছে। আপনি অসুস্থ তাই আপনাকে কোন ধরনের কটু কথা বলতে খারাপ লাগছে , কিন্তু সব ধৈর্যের বাঁধ এবারে ভেঙ্গে যেতে বসেছে।
সসম্মানে দায়িত্ব ছেড়ে দিন দয়া করে
ধন্যবাদ্
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments