চাপ বাড়ছে সচিবের উপরে । পদত্যাগ এক শীর্ষ কর্তার, লাইনে আরও অনেকে

সহসচিব ও অর্থসচিবের রাস্তায় বাকি শীর্ষ কর্তারাও , দীর্ঘদিন সচিবের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সৃঞ্জয় বসু ও দেবাসিস দত্তর পরে পদত্যাগ করলেন মোহন বাগানের আর এক শীর্ষ কর্তা মহেশ কুমার টেকরিওয়াল, ওনার পদত্যাগ পত্রে উনি পরিস্কার লিখেছেন ক্লাবের এই কঠিন পরিস্থিতিতে যেখানে সব সদস্য সমর্থক আমাদের দিকে তাকিয়ে আছেন কিন্তু সচিবের উদাসীনতার জন্য বর্তমান পরিস্থিতিতে ক্লাবের পুরনো বকেয়া মিটিয়ে নতুন টিম গড়া কার্যত অসম্ভব হয়ে পড়ার দরুন উনি পদত্যাগ করতে বাধ্য হলেন।

এর মধ্যে বিশ্ববাংলা সংবাদ নামক নিউজ পোর্টালের দাবী অনুযায়ী আরও দশ জন কর্মকর্তা পদত্যাগের জন্য মুখিয়ে আছেন। সব মিলিয়ে মোহন বাগানের বর্তমান পরিস্থিতি যে খুবই উদ্বেগজনক তা আর বলার অপেক্ষা রাখে না।

আমরা আশা করবো, আমাদের প্রানাধিক প্রিয় মোহন বাগান অতি দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্ত হবে

জয় মোহন বাগান


ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.