মোহন বাগানের গায়ে যারা আঁচড় লাগাবে, ইতিহাস তাদের ক্ষমা করবেনা | বিস্ফোরক সত্যজিৎ চ্যাটার্জি
![]() |
ছবি - শিলাদিত্য মিত্র |
খেলোয়াড় হিসেবে আমি যোগ্যতা প্রমান করেছিলাম তাই ১৫ বছর মোহন বাগানে খেলতে পেরেছিলাম, অ্যাডমিনিসট্রেটর হিসেবেও আমার যোগ্যতা প্রমান করতেই হবে আমি যদি যোগ্যতাই প্রমান করতে না পারি, তাহলে কোন স্বার্থে কোন অধিকারে আমি এই পদে থাকার অধিকারী?
আমি অঞ্জনদার বাড়িতে হওয়া মীটিং এ এই কথা বলেছিলাম, হয়তো আমার কথায় কেউ কেউ কষ্ট পেয়েছিলেন ক্লাবের মোট ৩১ কি ৩২ জন আধিকারিকদের মধ্যে টুম্পাই দেবাশিসকে নিয়ে আমন্ত্র এবং কো-অপ মিলিয়ে প্রায় ২০ জন হতে চলেছে আজকে যারা আমার এই কথায় নিশ্চই কষ্ট পেয়েছেন, তাই তারা একই সাথে, ক্লাবের প্রতি দায়িত্ববান হিসেবে, দায়িত্ববোধের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে পদত্যাগের মাধ্যমে নিজেদের জায়গা থেকে সরে এসেছেন। কারন এই ভাবে চললে ক্লাব চালানো যাবে না।
এর আগে টুটুদা সরে গেছেন, তারপরে টুম্পাই দেবাশিস সরে গেছেন, কারন এই ভাবে চললে ক্লাব চালানো যাবে না। সারা পৃথিবীর অগনিত মোহন বাগান সমর্থকদের আমরা কি জবাব দেবো? এই জবাব দিতে পারবো না বলেই আমরা যারা এখানে এসেছি, তারা সরে যাচ্ছি।যারা দায়িত্ব থেকে সরছেন না তার মানে কি? তার মানে তারা দায়িত্ব নিয়ে ক্লাব এর টিম গঠন করতে পারবেন? যদি পারেন, খুব ভালো, কিন্তু যদি না পারেন?
মোহন বাগানের গৌরবে, কিন্তু কোন আঁচড় টানা যাবে না, যদি মোহন বাগানের গায়ে কোন আঁচড় লাগে, কেউ যদি আঁচড় লাগায়, সদস্য সমর্থকরা কোনদিন তাঁকে ক্ষমা করবে না, ইতিহাস কোনদিন তাঁকে ক্ষমা করবে না।একটা ভুল একটাও ভুল করলে সদস্য সমর্থকরা কোনদিন কাউকে ক্ষমা করেনি, করবে না। আমি সত্যজিৎ চ্যাটার্জি, যে বছর খেলা ছেড়েছিলাম, তার চেয়ে বেশি একবছর খেললে মোহনবাগান সদস্য সমর্থকরা কোনদিন আমাকে ক্ষমা করতেন্ না। একই কথা অফিসিয়ালদের ক্ষেত্রেও প্রযোজ্য, ওয়ান স্টেপ যদি আপনি ভুল করেন মোহনবাগান সদস্য সমর্থকরা কোনদিন আপনাকে ক্ষমা করবেন্ না।আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না, আমাদেরকে কেউ ছেড়ে কথা বলবে না।
তাই আমি আমার ক্লাবের প্রত্যেক সদস্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ভাই পারলাম না, সরে আসতে বাধ্য হলাম।
নমস্কার
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments