বিপর্যয়ের কালো মেঘ মোহন বাগানে | ১৪ জন কার্যকরী সমিতি সদস্যদের একযোগে পদত্যাগ
অভূতপূর্ব অচলাবস্থা মোহন বাগানে, সচিবের অসহযোগিতার প্রতিবাদে মহেশ টেকরিওয়ালের দেখানো পথে হেঁটে ফুটবল সচিব সত্যজিৎ চ্যাটার্জি, উত্তম সাহা, সঞ্জয় ঘোষ, পপ রায় সমেত কার্যকরী সমিতির ১৪ সদস্য একযোগে পদত্যাগ করলেন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য এর মধ্যেই বাগানের প্লেয়ার রা এফপিএ র কাছে দুই মাসের বেতন না পাবার জন্য ইতিমধ্যে নালিস জানিয়েছেন বলেই প্রকাশ করেছে জনপ্রিয় বর্তমান পত্রিকা, আর এরপরে আজকের এই গনপদত্যাগের পরিপ্রেক্ষিতে এ কথা বলাই চলে ক্লাবের শীর্ষকর্তাদের মধ্যে চলা এই প্রকাশ্য অন্তরদ্বন্দ নিঃসন্দেহে এক অন্য মাত্রা যোগ করলো, এই বিষয়ে এখনো নিসচুপ অঞ্জন বাবু
যারা পদত্যাগ করলেন
2. Uttam Kumar Saha Hony. Tennis Secretary
3. Mahesh Kumar Tekriwal Executive Committee Member
4. Asit Kumar Chatterjee Executive Committee Member
5. Sanjay Ghosh Executive Committee Member
6. Parthajit Das Executive Committee Member
7. Tapash Chatterjee Executive Committee Member
8. Bidesh Bose Executive Committee Member
9. Shoumik Bose Executive Committee Member
10.Pramod Kumar Lundia Executive Committee Member (Co-opt)
11. Sidhartha Roy Executive Committee Member (Co-opt)
12.Biswanath Sen Executive Committee Member (Special Invitee)
13.Surajit Nandi Executive Committee Member (Special Invitee)
14.Tanmoy Chatterjee Executive Committee Member (Special Invitee)
A press conference will be held on Wednesday, 2nd May, 2018 at 1-00 p.m. at the tent of Calcutta Sports Journalist Club.
মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, লাইক করুন আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/AmraaMohunBagani/
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments