আমার বাবা মোহন বাগান - ইষ্ট বেঙ্গল


শ্রীচরনেশু বাবা,

পত্রের সুচনায় তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম, ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে তোমাকে সম্মান জানাবে, এর থেকে বড় সম্মান কি এই অভাগা দেশে আর কোন ক্লাব কখনো পাবে? তুমি অসাধারণ, সত্যি বাবা, তোমাকে নিয়ে আজ সারা ভারত গর্বিত,  জানো বাবা পাশের বাংলাদেশের  বাঙ্গালীরা বলছে "আমাদের যদি একটা মোহন বাগান থাকতো" তোমার তুলনা শুধু তুমিই


সেই ছোটবেলা থেকে তোমার হাত ধরেই বড় হয়েছি, নিজেকে ইষ্ট বেঙ্গল বলে চেনাতে পেরেছি, কিন্তু একটু বড় হয়েই বুঝে গেছিলাম, তোমার নামের সাথে জড়িয়ে থাকলে একটু নাম পাবোই , কিন্তু জঙ্গল কা শের / ময়দান কা বাপ কোন দিন হতে পারবো না,কিন্তু  এতোবার এতো ভাবে তোমাকে বাঁশ দেবার চেষ্টা করেও বারে বারে ফেল করে, এখন আমি সিএফএল এই খুসি

সাধের ডার্বিতে তোমার সাথে কোনরকমে আমার নাম জুড়ে গেছে বলে   ইন্টারন্যাশেনাল তকমাটা টিকিয়ে রাখতে পেরেছি নাহলে আমার অবস্থাতো "অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায় টাইপ হয়ে গেছে, সাধের একটা আশিয়ান, যা বন্ধ হয়ে গেলো।  এখন মাঝে মধ্যেই তুমি ডার্বি খেলবো না বললে খুব কষ্ট পাই বাবা। তোমার ১৯১১ আছে, তোমার ফিফা আছে, তোমার এএফসি আছে, তোমার আইলিগ আছে, তোমার ফেড কাপ আছে। কিন্ত আমার? শুধু ওই সাধের ডার্বি আর ম্যানেজ করা ছিঃ FL,, পারলে আমার কষ্টটা একটু বোঝো বাবা

কয়েক দিন আগে কোপা ৯০ বলে একটা ইউটিউব ভিডিও চ্যানেলে সমর্থকদের নাচনকোদনের একটা ভিডিও ক্লিপিং দেখানোয় একটি হাবভাব সবে দেখাতে শুরু করেছিলাম দেখ শালা আমি কতবড়  হনু, ওমা............  ফিফা এসে আমার সব স্বপ্ন ভেঙ্গে দিলো গো বাবা, এ জীবনে তোমার সমকক্ষ কেউ হতে পারবে না। 

আমি হার স্বীকার করে নিলাম বাবা, এখন থেকে আমি আমার কেলাবের গেটে প্রতি রবিবার ছুটির দিন হারমোনিয়াম বাজিয়ে গান ধরবো "আমার বাবা মোহন বাগান", "সবার বাবা মোহন বাগান" "ময়দানের বাপ মোহন বাগান" - জয় মোহন বাগান

ইতি 
তোমার খোকা

ইষ্ট বেঙ্গল ফুটবল কেলাব
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.