সেনবাবু যদি আর একটু সাহসী হতেন | অরিন্দম দত্ত


কাল অনেক মোহন বাগান সমর্থক কে হা হুতাশ করতে করতে বাড়ি ফিরতে দেখলাম.আমি নিজেও মোহন বাগান সমর্থক তাও কাল আমি একটু ও কষ্ট পাইনি এভাবে আই লীগ কে চোখের সামনে থেকে দূরে সরে যেতে দেখে...কারণ কষ্ট তো সেই দিন পেয়ে ছিলাম জে দিন মোহন বাগান মুম্বাই এফ সি র দুটো ম্যাচেই পয়েন্ট নষ্ট করতে দেখেছিলাম

 ...কষ্ট তো সেদিন পেয়ে ছিলাম যে  দিন আই জল এফ সি র কাছে আমরা পরাস্ত হয়ে ছিলাম বিনা যুদ্ধে...আমি এই পরাজয় এর জন্যে কোন ভাবেই খেলোয়াড় দের দোষ দেবো না..দোষ দেখবো সেই মানুষ টার যে শত্রু বাহিনী কে হারাবার রণকৌশল প্রস্তুত করে..কিন্তূ আমাদের মোহন সেনাপতি কি কোন দিন ও সাহসী হতে শিখেছেন...নাকি তার কুশীলব দের তেমন ভাবে প্রস্তুত করে ছিলেন...ফুটবল এ  ১টা প্রবাদ আছে ভাগ্য সর্বদা সাহসী দের সাথী হয়...আমাদের সেনাপতি মশাই যদি ভীতু হন তো সেই টিম কেমন করে সাফল্য পাবে...কাল আমার খারাপ লাগছিল টুম্পাইদাকে  দেখে..দেবাশীষদাকে দেখে...কি  করে নি এই মানুষ দুটো টিম এর জন্যে...৩ বছর কি তারও বেশি দিন স্পনসর নেই কাউ কে কিছু বুঝতে দিয়েছে...সেনবাবু একটু সাহসী হন দেখবেন আপনার টিম মাঠ এ বিপক্ষ টিম কে নিয়ে কেমন ছেলেখেলা করে....আর আপনার কাছে একটি অনুরোধ দয়া করে আপনি আগামী দিনে আপনার সেরা অস্ত্র কে আমাদের ভগবান এর সাথে তুলনা করবেন  না.কারণ নিজেদের দিনে দুজনেই সেরা .নিজেও বাবলু সাজতে যাবেন না....কারণ ওদের কোন বিকল্প হয় না..আমরা টিম এর সাথে ছিলাম আছি আর থাকবো জয় মোহনবাগান...
 এটা পরে যদি আমাকে প্লাস্টিক মনে হয় তো গালাগালিটা নিজের মনেই আমাকে দিয়ে নেবেন..অহেতুক মা বাবা টানবেন না...ধন্যবাদ..
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.