১৯ঃ১১ = ১৯১১ | জাতীয় ক্লাব মোহনবাগান স্থান পেলো বিশ্বকাপের ইতিহাসে - প্রদীপ হাজরা


১৯১১ র সোনার ইতিহাসকে ঐতিহাসিক মর্যাদা দিলো FIFA। আগামী ১৬ই মে ২০১৭ ঘড়ির কাঁটা টিক টিক করে গিয়ে যখন ১৯ টা ১১ তে পৌঁছবে, সারা বিশ্ব মোহন বাগানকে বন্দনা করে বিশ্বকাপের টিকিট কিনতে শুরু করবে। বন্ধুরা এই ঐতিহাসিক মুহূর্ত সারা জীবনে একবার আসে কিনা সন্দেহ। ফুটবল দুনিয়ার তৃতীয় বিশ্বে অবস্থিত এক দেশের প্রতিনিধি হয়েও সবার সেরা মোহনবাগান

দেশের স্বাধিনতা সংগ্রামে পায়ে পায়ে স্বাধিনতা যুদ্ধে অংশগ্রহন করেছে আমাদের ক্লাব, লগান বা চাখ দে ইন্ডিয়ার মতো কাল্পনিক সিনেমার গল্পে নয়।

১৯১১ সালের ২৯শে জুলাই যে বিশ্বয়ের সুচনা তা আজো ধাবমান


কোন R.T.I. দিয়ে মোহনবাগানের বিচার করা যায় না, বাগানের সৌরভে সৌরভান্নিত সারা বিশ্ব, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চিৎকার করে বলে গেছেন Mohun Bagan - The National Club of India, যার স্বীকৃতি দিয়েছে সর্ব ভারতীয় মিডিয়াকুল


সরকারী ডাকটিকিটে স্থান পেয়েছে মোহনবাগান


বিশ্ব ফুটবলে একমাত্র জাতীয় ক্লাব সম্মানে গৌরবান্হিত ক্লাব মোহনবাগান যার স্বীকৃতি পেয়েছি স্বয়ং ফিফা প্রেসিডেন্ট এর স্বাক্ষরিত ফিফার প্যাডে

আর এবারে ? খোদ বিশ্বকাপের মঞ্চে মোহনবাগান - ভাবা যায়? 


ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.