গ্যালারীর সৌন্দর্য - সৌমাভ চক্রবর্তী
আমি মোটামুটি ২০০৫-১১ সালের মধ্যে যুবভারতীতে বেশ অনেকগুলো মোহনবাগানের খেলা দেখেছি l সেই সময়টাতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম l তাই প্রথম প্রথম হুজুগে আর পরবর্তীকালে নেশায় মাঠে যেতাম l ইস্টবেঙ্গল, প্রয়াগ, সালগাওকার থেকে বায়ার্ন মিউনিখ- অগণিত ম্যাচ দেখে নিজের চোখ সার্থক করেছি l উফ ! সত্যি কি দিন ছিল l আমি চিরকালই ব্যারেটোর ভক্ত, সেই নিয়ে উন্মাদনা তো ছিলই l
তবু একটা ব্যাপারে আমার মনখারাপ করত l গ্যালারীতে আমাদের আচরণ মোটেই সুখকর ছিল না l পান, গুটখার পিক্, বিড়ির গন্ধের সাথে মিশে থাকত মদের গন্ধ l এমনকি, গ্যালারীতে মূত্রত্যাগের ঘটনাও দেখেছি l জানি, সেখানে সব ধরণের মানুষ আসতেন, তবে এই ধরণের কাজ না হওয়াই ভাল l
বিশ্বের সেরা ফ্যান বেস্ড ক্লাবগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখব তাদের দলীয় পতাকার রঙে মিশে সবাই সুরে সুর মিলিয়ে গান করছে l রঙীন কাপড়ে সেজে উঠেছে পুরো গ্যালারীটাই l আমি সেই সময় স্বপ্ন দেখতাম যুবভারতীও সবুজ-মেরুনে এভাবে সেজে উঠবে l ডর্টমুন্ড, সেল্টিক বা নাপোলির ফ্যানেদের কথা কে না জানে ? আমরা কি কখনওই পারিনা এদের মত হতে ? সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি না !
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments