দায়বদ্ধতার আর এক নাম কাটসুমি ইউসা - প্রদীপ হাজরা


ব্যারেটো যুগ শেষ হবার পড়ে মোহনবাগান ট্রফিলেস মোহনবাগান যখন দিশেহারা, চারপাশে শনা যাচ্ছে সমর্থকদের চাপা গোমরানো আর্তনাদ, ঠিক সেই সময়ে পয়লা মে ২০১৩ বাগানের নন্দনকাননে ফুটল এক নতুন ফুল নাম কাটসুমি ইউসা, মোহনবাগানকে খাদের কিনারা থেকে সাফল্যের শিখরে নিয়ে যেতে যে সমস্ত বিদেশির নাম মোহনবাগান সমর্থকদের মুখে এক নিমেশে আসবে তাঁদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারিতেই থাকবে বাগানের কেওয়াই টেন


 ২০০৭ জে-ওয়ান লীগে পয়লা ডিসেম্বর সানফ্রেক্কে হিরোসিমার হয়ে গাম্বা ওসাকার বিরুদ্ধে উনি প্রথম খেলতে নামেন। খেলাটি ২-২ গোলে অমীমাংসিত রূপে শেষ হয়। ওই মরসুমে উনি দুটি ম্যাচ খেলেন। লীগে সানফ্রেক্কে হিরোসিমা শেষ থেকে তৃতীয় হয়ে মরসুম শেষ করে ও জে-টু লীগে নেমে যায়।

১১ জানুয়ারি ২০১৪, কলকাতা ডার্বি, মনে পড়ে বন্ধুরা?  ওই টানটান খেলায় ইস্টবেঙ্গল গা এলিয়ে খেলেছে, এমনটা বলা যাবে না নিশ্চয়ই, কিন্তু কোথাও একটা আত্মতৃপ্তি কাজ করছিল চিডি, মোগা, সুয়োকাদের খেলায়। অন্যদিকে, মোহনবাগানের প্রয়োজন ছিল একটা জয়, ডার্বি ম্যাচগুলোতে লাগাতার খারাপ পারফরম্যান্সের পর বড় ম্যাচে জয়ের চাহিদা থেকেই মাঠে নেমেছিলেন ফুটবলাররা। ওকোলি ওডাফা চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ধারাভাষ্যকারদের গলায় শোনা যাচ্ছিল একটাই কথা, অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল! কারণ আগের বছরের শেষে কালীঘাটের বিরুদ্ধে ওডাফার হ্যাটট্রিক এবং পুণে এফসি-র বিরুদ্ধে দু’টি গোল তাঁকে যথেষ্টই ভাল ফর্মে রেখেছিল। অবশ্য ডার্বি ম্যাচে পরিবর্ত কাতসুমি উসা সেদিন যে-গোলটি করলেন, ওরকম কোনাকুনি শটে নিখুঁত ফিনিশ-এ গোল এই বঙ্গের ম্যাচে বড় একটা দেখাই যায় না। চাপের মুখে প্রতিপক্ষকে কাটিয়ে জালে বল জড়িয়ে কাটসুমির সেই গোল বিশ্বমানের গোল বললে কি খুব বাড়াবাড়ি হয়ে যাবে? 

আই লিগ জয়, ফেড কাপ জয়ের পড়ে আবার এক সন্ধিক্ষনের সামনে দাঁড়িয়েছি আমরা, আবার হাতছানি দিচ্ছে আই লিগ। আমরা জিতবো কি জিতবনা সেই ভবিষ্যৎবানী এখনই না করলেও একটা কথা চোখ বুজে যে কোন মোহনবাগানি বলে দেবে - আইজল ম্যাচটা জিততে আমাদের কাত্তু সোনা নিজের প্রাণও বাজি রাখতে রাজি

ছবি - মোহন বাগান ফ্যানাটিক 
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

1 comment:

  1. ভরসা আছে আমাদেরও পুরো মোহনবাগান টিমের উপর ।
    জয় মোহনবাগান

    ReplyDelete

Powered by Blogger.