মোহনভারতী - সৌমাভ চক্রবর্তী


যুবভারতীতে মোহনবাগান জিতলে আমরা সাধারণত বলে থাকি – ‘মোহনভারতী’ l  মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হলে, অর্ধেকটা সবুজ – মেরুন, অর্ধেকটা লাল- হলুদ l ডার্বি ম্যাচ হলে যা হয় l একই শহরে একটাই বড় স্টেডিয়াম, তাই ভাগাভাগি করে নিতে হয় l এখন আবার জুড়েছে আই.এস.এল-এর খবরদারী l

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের খেলায় হোম ম্যাচ হলেও যুবভারতীর পুরো দখলদারীর আমেজ পাওয়া মুশকিল l তাই লিগের অন্য ম্যাচ দেখে খানিকটা আভাস পাওয়া যেতে পারে l তবে গ্যালারী ভরানো অসম্ভব l আগেই বলেছি, আমার স্বপ্ন সবুজ – মেরুন যুবভারতী l গোটা গ্যালারীটাই ভরিয়ে রাখবে আমাদের দলের সমর্থকরা l টুটুবাবু একশ ঢাকী মাঠে এনে জাগিয়ে তুলবেন আমাদের মোহনবাগানী স্বত্তাকে l
তক্কে তক্কে ছিলাম, এসেও গেল সেই সুবর্ণ সুযোগ l দিনটা ছিল ২৭শে মে, ২০০৮ l মোহনবাগান বনাম বায়ার্ন মিউনিখ l বিশ্ব ফুটবলের নিরিখে আমি জার্মানীর সমর্থক (যেমন লোকে ব্রাজিল বা আর্জেন্টিনার হয়ে থাকে) l আর সেই সময় জার্মানীর ভূতপূর্ব ক্যাপ্টেন অলিভার কান নিজের জীবনের শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ভারতের জাতীয় ক্লাবকেই l ম্যাচের ফলাফল সবাই জানে, তাই সেই নিয়ে আর কিছু বলব না l যেটা বলব, সেটা মাঠের পরিবেশ নিয়ে l
চারদিকে আলোর রোশনাই আর ঢাকের তালে যুবভারতীর অপূর্ব মোহিনী রূপ l হ্যাঁ, সেদিন পুরো মাঠটাই ছিল আমাদের দখলে l মাঠের ভিতরে ১২০,০০০ থেকে ১৩০,০০০ দর্শক আর বাইরে আরও কম করে ২০,০০০ মোহনবাগান পাগল সমর্থক l অলিভার কান আমাদের দিকে তাকিয়ে যখন বিদায় জানিয়ে মাঠ ছাড়লেন, আমার চোখের কোণাটা চিকচিক করে উঠেছিল l ম্যাচের শেষে সবুজ - মেরুন আতসবাজীর আলোয় আকাশটাও মনে হচ্ছিল সবুজ – মেরুন l না, গোটা পৃথিবীটাই আমাদের ! সেই রূপ সত্যিই ভোলার নয় l যুবভারতী নয় সে দিনের ম্যাচটা হয়েছিল মোহনভারতীতেই l 
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.