সে আসছে - অভিষেক গাঙ্গুলি
সে আসছে
তোমরা কি শুনতে পাচ্ছো তার আসার ধ্বনি সে আসছে আর সময়ের কিছু অপেক্ষা আগের বারে ভুল করে সে বেঙ্গালূরু তে চলে গেছিলো আবার সে সনি,কাতসুমি দেবজিৎ দের হাত ধরে আবার সে আসছে আমাদের ক্লাবে
সে আসছে আবার তৈরি হোও কোলকাতার রাজপথ আবার সবুজ - মেরুন আবিরে ভর্তি হবে সরোবরে উঠবে স্লোগান আই লিগ জিতলো মোহনবাগান আর এই লিগ টা সৌমর জন্যে সে আসছে সবুজ মেরুন আবির রাঙিয়ে সে আসছে ৩০ তারিখে রবীন্দ্র সরোবরে জনজোয়ার মধ্যে একজন হাতে তুলে নিলো তার নাম সন্জয় সেন তারপরি আকাশে দিকে তাকিয়ে সৌম ও শিবাজী স্যার নামে তাকে উৎসর্গ করবে উপার থেকে সৌম আশির্বাদ করিস তখন প্রতেক সমর্থকদের গলায় একটাই গান আমাদের সূয মেরুন
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments