কাউন্টডাউন শুরু - সোহিনী দেবরায়


কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন বেলা দুটো বেজে ১০মিনিট। আর ঠিক ২৩ঘন্টা ৫০মিনিট বাদে পাহাড়ের সেই সুদূর প্রান্তের মাঠে নামবে মোহনবাগান। ৯০মিনিটের লড়াইয়ে নামবে মোহনবাগানের ১১জন রথী-মহারথী..। শুরু হবে এক মহাযুদ্ধ, পায়ে পায়ে যুদ্ধ, সাদা-কালো চামড়ায় মোড়া এক বলকে নিয়ে যুদ্ধ.. 
শুধু কি এই যুদ্ধ তাদের?

না এই যুদ্ধ আপামর মোহনবাগানীর। এই যুদ্ধ মোহনবাগানের কোচ সঞ্জয় সেনের যে এই লিগের প্রথম থেকে প্রতি মুহূর্তে সঠিক ভাবে দলকে পরিচালনা করে গেছেন। এই যুদ্ধে তাঁর ভূমিকা অনেকটা মহাভারতের রথচালক শ্রীকৃষ্ণের মতন। এই যুদ্ধের সাথে আমাদের মতো হাজার হাজার মোহনবাগানীর আবেগ জড়িয়ে আছে..।

মাঠে হয়তো ঐ ১১জন খেলবে কিন্তু কাল বেলা ২টোর সময় মাঠের বাইরে আমরা অদৃশ্য ভাবে খেলব। সাদা-কালো চামড়ায় মোড়া বলটার দিকে তাই হাজার হাজার মোহনবাগানী তাকিয়ে থাকবেন, নিজেদের মতো করে নির্দেশনা দেবেন, আনন্দের চিৎকার করে...হাত পা ছুঁড়ে বলে উঠবেন 'আরে এই ভাবে...এই খানে দে বলটা...আরে সরালি কেন? মার মার'..! এই উত্তেজনার চিৎকার আর আবেগে মেশা ভালোবাসার রঙিন বুদবুদগুলোই উড়ে উড়ে মাঠে থাকা ১১জন যোদ্ধার কাছে পৌঁছে যাবে আর....
আর সবাই কে চমক দিয়ে সাদা-কালো চামড়ায় মোড়া বলটা প্রতিপক্ষদের সব বাঁধা কাটিয়ে ঝড়ের বেগে চলে যাবে জালের ভিতরে...। 'গোওঅঅঅঅঅঅঅঅঅঅলললললল' বলে আনন্দে লাফিয়ে উঠবে হাজার হাজার মোহনবাগানি। 'আরে মোহনবাগান গোল করেছেএএএএএএ' শব্দগুলো দূর থেকে সুদূরে পৌঁছে যাবে..।

প্লেয়াররা আনন্দে লাফিয়ে উঠবে, বেলাশেষের রোদে একজন মধ্যবয়সী কোচের চোখে আনন্দাশ্রু চিকচিক করবে। আকাশে সবুজ মেরুণ আবির উড়বে। আকাশে বাতাসে আবার ধ্বনিত হবে 'ঐ আমরা কারা??? মোহনবাগান। জিতবে কারা?? মোহনবাগান।' 
পাহাড়ি আকাশে সূর্যাস্তের আগেই নতুন সূর্যোদয় দেখবে আপামর বাঙালি, সবুজ-মেরুণ রঙের সূর্যের আলোয় আলোকিত হবে ফুটবল বিশ্ব।

এই ৯০মিনিটে হয়তো আরো অনেক বাধা আসবে, সাময়িক ভাবে আমাদের মন ভাঙবে, আমরা কাঁদব, আমরা কিছু কঠিন শব্দ বলে ফেলব। কিন্তু মন বলছে দিনের শেষে আমাদের ভালোবাসারই জয় হবে। বিশ্বাসে বাঁচি, ভালোবাসায় বাঁচি, বাধা আর দুশ্চিন্তাগুলো কবেই বা পেরেছিল এই ভালোবাসার গল্পে 'ফুলস্টপ' বসাতে..!! 💗

এই বিশ্বাস আর ভালোবাসা নিয়েই কাল চোখ রাখব দূরদর্শনের পর্দায়।

- সোহিনী দেবরায়, মোহনবাগানী
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.