আমরা ভুলিনি, ভুলতে পারিনা - প্রদীপ হাজরা


দ্বিতীয়বার আই লিগ জয়ের সন্ধিক্ষনে সামনে দাঁড়িয়ে প্রত্যেক মোহনবাগানি যে দুজন মানুষকে হারানো বেদনায় জর্জরিত, জয়ের জন্যে গোলের জন্যে মাথা কুটে মরতে মর্তে জতবার আমরা এই দুজনকে স্মরন করেছি, কি আশ্চর্য গোলের দরজা খুলে গেছে। আমরা জিততে চাই আমরা আই লিগ জিতে এই দুই স্বজন হারানোর বেদনার প্রলেপ চাই।

ছোট্ট সৌম্য কিংবা কিংবদন্তী শিবাজিদা আমাদের আই লিগ জয়ের ইন্সপিরেশন, আমাদের অন্তরের শক্তি, আই লিগ জয়ের প্রাক্কালে দাঁড়িয়ে বার বার মনে পড়ছে এঁদের কথা। কি করে ভুলি প্রাণোচ্ছল সৌম্য কিংবা সদা হাস্যময় শিবাজিদার কথা? ভোলা কি সম্ভব?
হে দুই অমর মোহনবাগানি, তোমাদের আশীর্বাদ, তোমাদের মঙ্গলকামনায় ধন্য আজ মোহনবাগানের প্রতিটি বিন্দু, তোমাদের মতো মোহনবাগান সমর্থক মোহনবাগানকে সদা সর্বদা গৌরবান্বিত করেছে, আমাদের উদ্বুদ্ধ করেছে। কাল যখন টীম মাঠে নামবে, তখন অনেক প্রতিকুলতা থাকবে, অ্যাওয়ে ম্যাচের ডিসঅ্যাডভানটেজ, এআইএফএফ এর নর্থ ইষ্ট প্রোজেক্ট এর ভ্রূকুটি,   আইজল এফসির প্রথমবার ভারত সেরা হবার প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা, প্রতিকূলতা অনেক, কিন্তু যে টীমের সমরথকেরর মধ্যে শিরোমণি তোমাদের মতন দুই অমর মোহনবাগানি তাদের কিসের ভয়?
আই আই লিগ জয়ের প্রতিকুল পরিস্থিতিতে তোমরা মোহনবাগানের পাশে থেকো করজোড়ে শুধু এই আবেদনটুকুই করি আর স্মরন করি আর এক অমর মোহনবাগানি উমাকান্ত পালোধিকে ।

ধন্য করেছো হে বিধাতা মানব জনম দিয়ে
সারা জীবন বেঁচে রইলাম মোহনবাগান নিয়ে
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.