ভারতীয় ফুটবল নিয়ে দু চার কথা । পার্থ সারথি চ্যাটার্জি
ঠিক এই মুহুর্তে ভারতীয় ফুটবলের সঠিক অবস্থান কেউ বলতে পারবেন ? কাগজে কলমে আমাদের ফুটবল এখন বিশ্ব ফুটবলের নিরিখে অনেক এগিয়ে l এমনকি এশিয়ার মহাশক্তিধর দেশ গুলিকে পিছনে ফেলে দিয়েছি আমরা ! এতটা পড়ার পর খুশি হওয়ার কথা কিন্তু আসল সত্যিটা হল আমরা এক ইঞ্চিও এগোতে পারিনি l
Ranking পদ্ধতিটাই গোলমেলে , এশিয়ান পাওয়ার দেশ গুলি এই মুহুর্তে কোন প্রতিজোগিতায় নেই আর সেই ফাঁকে কয়েকটা নীচের সারির দলের সন্গে প্রীতি ম্যাচ খেলে আমরা পয়েন্ট তালিকার উপরে উঠছি ,আর ঐ বড় দল গুলো মাঠে নামলেই আমাদের পতন অনিবার্য !
তাহলে এই ছলনার আশ্রয় কেন ? প্রথম কথা FIFA র পরিকাঠামো অনুজায়ী এশিয়ান ফুটবল কনফেডারেশন গড়া হয় এবং একটী নির্দিস্ট পদ্ধতিতে কয়েকটী প্রতিজোগিতার মাধ্যমে এশিয়া মহাদেশের ফুটবল কে এগিয়ে নিয়ে জাওয়ার একটা রোড ম্যাপ বানানো হয় l স্বচ্ছ পরিকাঠামো আর সরকারী সাহাজ্য নিয়ে বর্তমানে চীন , জাপান , দুই কোরিয়া , ইরান, ইরাক ,আরো কয়েকটী মধ্য প্রাচ্যের দেশ প্রভূত উন্নতি করেছে l
একদা এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় ফুটবল দল আর এখনকার ফুটবল দলটীর ক্রমতালিকার অবস্থান দেখুন তফাতটা নিজেই বুঝতে পারবেন l কিন্তু কেন ? ফেডারেশন কর্মকর্তাদের অদূরদর্শিতা আর স্বজন পোষন নীতিই এর জন্য দায়ী l ভেবে দেখুন আইএসএল নামক সার্কাস শুরু হওয়ার আগে কত টুর্নামেন্ট হত ! কালিকটের সেঠ নাগজি প্রতিজোগিতায় কলকাতার মহামেডান, ইস্টবেন্গল , মোহনবাগান খেলত , কেরল থেকে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে এখান থেকে ! DCM ফুটবল টুর্নামেন্ট তো ইস্টবেন্গলের একছ্ত্রাধিপত্য !
রোভার্স কাপ কোথায় ? ডুরান্ড আর আইএফএ শিল্ড তো জৌলুষহীন ! সন্তোষ ট্রফি তো এলে বেলে টুর্নামেন্ট হয়ে গেছে !
দল গুলোর অবস্থা দেখুন , পঞ্জাবের জেসিটী , রাজস্থান আর্মড কনেস্টবুলারি ,কেরল পুলিশ , হায়দ্রাবাদ পুলিশ,টাইটেনিয়াম , মাহিন্দ্রা , লিডার্স ক্লাব , এয়ার ইণ্ডিয়া , ডেম্পো , ভাস্কো , সপোর্টিঙ্গ ক্লুব গোয়া ও আরো কয়েকটী দল ভারতীয় ফুটবলের মানচিত্র কে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কেন ? সোজা কথা আইএসএল কে জনপ্রিয় করতে গেলে এ ছাড়া অন্য উপায় ছিলনা l ফ্রানচাইজি টীম গুলি বিদেশি অবসর প্রাপ্ত ফুটবলারদের নিয়ে আসছে আর দেশীয় টুর্নামেন্ট আর প্রতিজোগিতা বন্ধ করে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর নোংরা খেলা শুরু করেছেন l বন্ধ হয়ে জাওয়া ক্লাবগুলোই ছিল ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন , ওখান থেকেই উঠে এসেছিলেন ইন্দর সিং , জার্নাল সিং ,জেভিয়ার পায়াস , মেলভিন ডি সুজা , ইউসুফ খান, নঈম , মগন সিং , চেন সিং , আনচেরি ,বিজয়ন রা ! সমস্ত খেলোয়াড়দের নাম এই ছোট্ট জায়গাতে কুলাবে না l 90এর দশক পর্যন্ত জারা ভারতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন তাদের কাছে এই ভারতীয় দলের খেলোয়াড়রা শিশু !
মোদ্দা কথা কালো টাকার অনুপ্রবেশই আইএসএলের জন্মদাতা l 20 কোটী টাকা ফ্রানচাইজি ফি ? তা হলে বুঝুন ডিভিডেন্ড কত ?
এআইএফএফের নাকের ডগায় আইন অমান্য আন্দোলন চলছে , মোহন বাগান কে সময় মত মাঠ দেবেনা হোম ম্যাচ খেলা দল গুলো , বিএফসি কর্পোরেট টীম তাই ইস্টবেন্গল কর্তার গায়ে হাত তুলবে ,জঘন্য উদ্দেশ্য প্রনোদিত রেফারিং হবে ইস্ট মোহনের বিরুদ্ধে কিন্তু ধৃতরাসট্র
AIFF চুপ !
কি উন্নতি হয়েছে ভারতীয় ফুটবল আর খেলোয়াড় দের ? এএফসি কে বোকা বানিয়ে ফুটবল ব্যবসা ভালোই চালাচ্ছে কজন ব্যবসাদার আর সন্গে মান্যতা প্রাপ্ত চোরের দল !
বান্গলা থেকে সুভাষ ভৌমিক , সুব্রত ভটচাজ এ লাইসেন্স পায়না কেন? এরা তথাকথিত বিদেশি কোচদের থেকে অনেক এগিয়ে কিন্তু ফেডারেশনকে তেল মারতে অনীহা তাই এই শাস্তি ! দেবজিত সুজোগ পাবেনা জাতীয় দলে এটা হাস্যকর নয় ? কন্সটানটাইনের ইগো সমস্যা তাই সেরা ভারতীয় গোলরক্ষক বাদ l
এভাবে জাতীয় ফুটবলের উন্নতি অসম্ভব l আর একটা আদিত্য বার্মা কে এগিয়ে আসতে হবে মৃতপ্রায় ভারতীয় ফুটবলকে বাঁচাতে l
অপেক্ষায় রইলাম l
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments