ইটস এ গেম - সুবীর দাস

ফেসবুকে আজ অনেকে অনেক কিছু লিখছে, আর লিখবে নাইবা কেন! পরপর তিনটে হোম ম্যাচ ড্র আর একটা হার। খুব স্বাভাবিক ভাবেই মন খারাপের সাথে রাগের বহিঃপ্রকাশ ভুল কিছু নয়। তবে নচিকেতা চক্রবর্তীর একটা গানের চারটে লাইন খুব মনে পড়ছে এই সময়।
"বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে,
পরাজিতরাই পাপী এখানে
রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত
রাবন দেবতা হত সেখানে
কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা
হেরে গেলেই শেম শেম
ইটস এ গেম, ইটস এ গেম।।"
ফুটবল খেলাতে কোচের থেকে অসহায় বোধহয় কেউ নেই। দল যখন জেতে এবং ট্রফি পায়, তখন প্রাধান্য পায় দলীয় সংহতি কিন্তু দল যখন বাজে খেলতে শুরু করে এবং স্ট্রাইকাররা সহজ গোল মিস করে একটার পর একটা এবং টিমের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার চোট পেয়ে বাইরে বসে থাকে তখন দোষ হয় একা কোচের।
যাই হোক এইটাই কোচেদের লাইফ এবং এই সিস্টেমই মেনে নিতে হবে। তবে, থুতু ইট মারতে পারবো না সঞ্জয় স্যারকে। অসাফল্যতার জন্য কোচের পদ থেকে সরে যাওয়া সমর্থন যোগ্য কারন প্রতিষ্ঠানের উর্দ্ধে কেউ নয় কিন্তু থুতু এবং ইট সহযোগে অকথ্য ভাষায় গালাগাল করার ঘোর বিরোধী।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments