হটসিটে শঙ্করলাল - অভিনন্দন
প্রত্যাশা অনুযায়ী সঞ্জয় সেনের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল শঙ্করলাল চক্রবর্তীকে। ক্লাব সুত্রে জানানো হয়েছ গত তিন বছর ধরে শঙ্করদা হাতের তালুর মতো চিনেছেন এই টীমকে, ইতিমধ্যে ৭ টি ম্যাচ হয়ে গেছে আইলিগের আর এই মুহূর্তে অন্য কোচ আনলে তাঁর সেট হতে গেলেও তিন থেকে চারখানি ম্যাচ লাগবেই। সুতরাং রেডিমেড চয়েস হিসেবে বাগানের ডেপুটির হাতেই হেড স্যারের দায়িত্ব তুলে দেওয়া হল। অভিনন্দন শঙ্করদা
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments