আজ রাতেই কলকাতা ছাড়ছেন আক্রাম মোঘরাবি | এক্সক্লুসিভ


আজ মধ্যরাতেই কলকাতা ছাড়ছেন আমাদের স্টার স্ট্রাইকার আক্রাম।

না কোন দুঃসংবাদ নয় এটা, সদ্যপিতা হয়েছেন, তাই পুত্রর মুখ দেখতে উনি লেবাননে ফিরে যাচ্ছেন, ফিরবেন ৩০ শে জানুয়ারি, এই ব্যাপারে মোহন বাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন যেহেতু আগামী ৩রা ফেব্রুয়ারির আগে আমাদের কোন ম্যাচ নেই তাই আক্রামের এই খুসির মুহূর্ততে আমরাও ক্লাবের পক্ষ থেকে আক্রামের পাশে থেকে ওকে ছুটি দিলাম। 

অভিনন্দন আক্রাম ভাই, আমাদের মোহন বাগান পরিবারের পক্ষ থেকে তোমাকে ও তোমার পরিবারকে সবুজ মেরুন অভিনন্দন আর সদ্যজাতকে সবুজ মেরুন ভালোবাসা।


ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.