শ্রদ্ধার্ঘ ব্যারেটো । একটি ব্যাতিক্রমি তথ্যচিত্র

আমাদের ব্যারেটো আমাদের সনি, গর্বের মোহন বাগানে একজন কোহিনূর হীরে তো আর একজন সকার ম্যাজিশিয়ান, কিন্তু তার থেকেও বড় কথা দুজনেই আদ্যন্ত মোহন বাগানি। বিদেশী খেলোয়াড়দের একটা আদ্যন্ত বাঙালি ক্লাবের প্রতি এতো ভালোবাসা আর কি অন্য কোথাও দেখতে পাওয়া যাবে?



সেই কতো বছর আগের কথা। মাঠে নামতো আমাদের প্রিয় সবুজ তোতা আর সারা গ্যালারী উদ্বেলিত হতো ব্যারেটোর পায়ের জাদুতে , সারা মাঠে বজ্রনিনাদ চলতো ব্যারেটো ব্যারেটো। সময় পাল্টেছে। অবসর নিয়েছেন আমাদের প্রিয় যীশুদা, কিন্তু তাতে কি। মোহন বাগান তো এখনো ব্যারেটোময়ই থেকে গেছে। এই কদিন আগে সিএফএল এর  একটা ম্যাচের মধ্যে সবুজতোতার জন্মদিন পড়েছিল, আর ঘটনাচক্রে সেইদিনই মোহন বাগান সমর্থক আর ক্লাবকর্তারা মিলে ময়দানে প্রথম জায়ান্ট স্ক্রিনেরও ব্যাবস্থা করেছিলেন সমর্থকদের কথা ভেবে। 

সেইদিনই মোহনবাগান কর্মকর্তা সুরজিত নন্দীদার অনুরোধে আমরা বাংলা পোর্টাল নজরবন্দীর কর্ণধার অর্ক সানার সহযোগিতায় ব্যারেটোর জন্যে এক তথ্যচিত্র বানিয়েছিলাম। স্ক্রিপ্ট ও কণ্ঠে সূর্যদীপ। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি

ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে "আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান

loading...

No comments

Powered by Blogger.