নেপালের বিস্ময় বালক বিমল ঘারতি মাগার | সনি নর্ডির বিকল্প
খুব তাড়াতাড়ি সনি নর্ডির বিকল্প খুঁজে পেলো মোহন বাগান। নেপালের বিস্ময় বালক বিমল ঘারতি মাগারকেই এই আই লিগে খেলাতে মরিয়া বাগান শিবির। একটি সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নেপালের জাতীয় দলের হয়ে খেলা সর্ব কনিষ্ঠ বিমল ইতিমধ্যে ইউরোপের ডাচ ফুটবল টীম এফসি টুয়েন্টিতে ত্রায়াল দিতে গিয়ে সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছেন।
বেলজিয়ামের সবচেয়ে নামি ক্লাব অ্যান্ডারলেখ্টের অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা বিমল মাত্র ১৪ বছর বয়সে নেপালের জাতীয় দলের হয়ে খেলেন। ১৫ বছর বয়সে গোলও করেন। তিনি দুনিয়ার ষষ্ঠ সবচেয়ে কমবয়সি ফুটবলার যার আন্তর্জাতিক ফুটবলে গোল রয়েছে। এছাড়া এই ফরওয়ার্ড ইউরোপের বেশ কিছু ক্লাবে ট্রায়ালে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
বিশেষ ওই সুত্র আরও জানাচ্ছেন যে আগামীকালই বিমল কলকাতা এসে পউছচ্ছেন এবং আগামী সোমবার থেকে মোহন বাগান প্র্যাকটিসে যোগদান করবেন
ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে এই খবর।
ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে এই খবর।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments