অনুশীলন শুরু বিস্ময় বালকের । আমরা মোহন বাগানি এক্সক্লুসিভ
অবশেষে মাঠে নামলেন বাগানের নতুন তারকা নেপালের বিস্ময় প্রতিভা বিমল ঘারতি বাগার।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গতকাল বিমলের কলকাতা আসবার কথা থাকলেও যানজটের দরুন কলকাতা পৌঁছতে না পারলেও আজ এসেই তিনি মাঠে নেমে পড়েন।
আমরা মোহন বাগানিকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিমল জানালেন, সনি নরডির জায়গায় তাঁর অন্তর্ভুক্তি তাঁর মুকুটে আর একটি গৌরবের পালক জুড়ে দিলো। তিনি আপ্রান চেষ্টা করবেন মোহন বাগানের এই সম্মানের প্রতিদান দেবার।
জাতীয় ক্লাবে স্বাগতম স্পীডস্টার।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments