রবিবার দলে ফিরছেন ইউটা, কিংশুক | বর্তমান
![]() |
ছবি - দীপ ডিকার ফেসবুক প্রোফাইল থেকে |
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুটি ডার্বি জিতলেও আই লিগে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মোহন বাগানের। চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল যখন চ্যাম্পিয়নের দৌড়ে তখন ঘরের মাঠে গোকুলামের কাছে হেরে মোহন বাগানের প্রথম চারে থাকাও অনিশ্চিত। ডার্বির পর কোচ হিসাবে শঙ্করলাল চক্রবর্তীর প্রশংসা শোনা গেলেও শেষ দুটি ম্যাচে দলের হতশ্রী খেলায় ক্লাবের অন্দরে বেশ চাপে তিনি। নতুন খেলোয়াড় তুলে আনতে গিয়ে গোকুলামের বিরুদ্ধে রাণা ঘেরামিকে খেলানোয় তাঁর ফুটবল বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ফিট থাকলে কিংশুক দেবনাথই হতেন কিংসলের একনম্বর পার্টনার। এটা মরশুমের গোড়া থেকেই দেখা যাচ্ছে। চাপে থাকা শঙ্করলাল তাই দল নিয়ে ইম্ফলে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েন। অনুশীলনে দেখা গেল কিংসলের পাশে খেলছেন কিংশুক দেবনাথ। ইউটাও পুরোদমে অনুশীলন করলেন। প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। এদিকে, আই লিগ জিততে মরিয়া নেরোকা এক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার নিয়ে আসছে। তিনি মোহন বাগানের বিরুদ্ধে খেলবেন না। শেষ ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তাঁকে দেখা যাবে। খেলবেন সুপার কাপেও। এমনিতেও নেরোকা দলটির গড় উচ্চতা দারুণ। মোহন বাগানের পক্ষে রবিবারের ম্যাচ জেতা মুশকিল। শুক্রবার আই লিগে আইজল ও ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments