ঘাসের মাঠে খেলা হলেও মোহন বাগানকে প্র্যাকটিস করতে হল ফিল্ড টার্ফে | বর্তমান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিকেল সাড়ে পাঁচটায় তামিলনাডুর কোয়েম্বাটোরে মোহন বাগান খেলতে নামবে চেন্নাই সিটি এফসি’র বিরুদ্ধে। ঘাসের মাঠে খেলা। তবে সোমবার বিকেলে মোহন বাগানকে প্র্যাকটিস করতে হল ফিল্ড টার্ফে। স্থানীয় একটি স্কুল মাঠে মোহন বাগান অনুশীলন করল প্রায় ৯০ মিনিট। ফিল্ড টার্ফের মাঠটি যে খুব ভালো তা নয়। মোহন বাগান সেই মাঠেই অনুশীলন করতে রাজি হয়ে যায়। কারণ মাঠে নিয়ে ঝামেলায় জড়িয়ে মোহন বাগান ফোকাস নষ্ট করতে চাইছে না। তাই ফিল্ড টার্ফে অনুশীলন করার ব্যাপারটি মোহন বাগান টিম ম্যানেজমেন্ট সহজ মনেই মেনে নিয়েছে।
![]() |
ছবিটি মোহন বাগান অফিশিয়াল পেজ থেকে নেওয়া |
এবারের আই লিগে মোহন বাগান প্রথম ধাক্কাটি খেয়েছিল চেন্নাইয়ের কাছেই। নিজেদের মাঠে চেন্নাই এফ সি’র কাছে হেরে যায় মোহন বাগান। কোচ শঙ্করলাল চক্রবর্তী ফুটবলারদের বলেছেন,‘হোম ম্যাচে যে সব দলের কাছে আমরা পয়েন্ট নষ্ট করেছি তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট পেতে হবে। আপাতত ঘরের মাঠে ব্যর্থ হলেও অ্যাওয়ে ম্যাচে শিলং লাজংকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে মোহন বাগান।’
রবিবার সকালে মোহন বাগান শিলংয়ের হোটেল ছাড়ে ভোর সাড়ে চারটায়। সেদিনই সন্ধ্যা সাড়ে সাতটায় কোয়েম্বাটোরের হোটেলে চেক ইন করেন মোহন বাগান ফুটবলাররা। শিলটন পাল,ওয়াটসন, আক্রামরা স্বভাবতই ছিলেন ক্লান্ত। তাই ফুটবলারদের বিকেল পর্যন্ত বিশ্রাম দেন শঙ্করলাল। তামিলনাডু- কেরল সীমান্তে অবস্থিত এই শহরে এখন সূর্য অস্ত যাচ্ছে প্রায় সোয়া ছ’টায়। তাই বিকেলে বেশ কড়া অনুশীলনই হল মোহন বাগানের। স্টপারে কিংসলের সঙ্গে খুব বেশি ম্যাচ খেলেননি রাণা ঘরামি। দু’জনের কম্বিনেশনের উপর জোর দেন শঙ্করলাল চক্রবর্তী। ঠিক তেমনই ওয়াটসন ও ইউটা মোহন বাগান মাঝমাঠে একসঙ্গে প্রথম খেলেন শিলং লাজংয়ের বিরুদ্ধে। ওই ম্যাচের আগে দু’জনেরই ফিটনেস সমস্যা ছিল। তাই একসঙ্গে বেশিদিন অনুশীলন করেননি। সেই দিকে নজর ছিল মোহন বাগান কোচের। শঙ্করলাল চক্রবর্তী ও অর্পণ দে সোমবার বিকেলে অনেকক্ষণ শিলটন পালের সঙ্গে দুই ডিপ ডিফেন্ডারকে নিয়ে আলাদা করে অনুশীলন করেন।
চেন্নাইয়ের স্ট্রাইকার জেন মিচেল জোয়াকিম এবার আই লিগে মিনার্ভার ওপোকুর মতোই নজর কেড়েছেন। তাঁকে আটকাতে বিশেষ চিন্তাভাবনা করছেন শঙ্করলাল। তাছাড়া মাঝমাঠে সোসাইরাজের দৌড় থামানোর অঙ্ক কষছেন মোহন বাগান কোচ।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি নিজেদের মাঠে চেন্নাই সিটি এফসি’র কাছে হেরে কোচ পদে ইস্তফা দিয়েছিলেন সঞ্জয় সেন। সেখানে কোয়েম্বাটোরে চেন্নাইকে হারালে কোচ হিসাবে নিজের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্তপোক্ত করবেন শঙ্করলাল। ইতিমধ্যেই তাঁর কোচিংয়ে মোহন বাগান শিলংয়ে দু’মরশুম পর জয় পেয়েছে। আইজল থেকে এই প্রথম এক পয়েন্ট পেয়েছে। সঞ্জয় সেনের আমলে আইজলে সব ম্যাচই হেরেছিল মোহন বাগান।
ফেসবুক ক্রমাগত আমাদের গ্রুপ শেয়ারিং ব্লক করে চলেছে, সুতরাং, মোহন বাগান সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেতে এক্ষুনি ব্লগ এর উপরে পুশ বটন অ্যালাও করে দিন আর আমাদের ফেসবুক পেজেলাইকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন, পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, লাইক করুন আমাদের ফেসবুক পেজে
"আমরা মোহনবাগানি" ব্লগের পাশে থাকবেন। - জয় মোহন বাগান
loading...
No comments